পিয়ালী দাস, বীরভূমঃ
করোনা ভাইরাসের জেরে বিশ্বভারতীর সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ এই মর্মে শুক্রবার বিকেলে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ শে মার্চ বিশ্ব ভারতের সমস্ত হোস্টেল এবং স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কের আবহে কলকাতায় শুরু সোয়াইন ফ্লু-র দাপট, আক্রান্ত ১১

মাত্র এক সপ্তাহ আগে করোনা ভাইরাস সংক্রামণ ছড়ানোর আশঙ্কায় বসন্ত উৎসবের মতো একটি বিরল অনুষ্ঠান বিশ্বভারতী কর্তৃপক্ষ আচমকাই স্থগিত করে দেয়।
বিশ্বভারতী সূত্রে জানা যাচ্ছে আগামী ৩০শে মার্চ অবধি বিশ্বভারতীর সমস্ত হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরের দিন অর্থাৎ ৩১ শে মার্চ অবধি সমস্ত ক্লাস বন্ধ থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584