রাহুল রায়,পূর্ব বর্ধমান:
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তর আয়োজিত কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি ও ব্লক যুবকরণের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কাটোয়ার শ্রীবাটী গোকুলকৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হল। মহিলাদের ঢাক, ব্যান্ড সহ বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কাটোয়া ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পাণিগ্রাহী,দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,সহ সভাপতি জাগু প্রধান,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ সুব্রত মজুমদার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মধ্যক্ষ কোরবান মিদ্দা, শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপ প্রধান জগন্নাথ রুদ্র,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,করুই গ্ৰাম পঞ্চায়েত প্রধান মমতা মালিক, শ্রীবাটী গোকুলকৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকান্ত কর্মকার,কাটোয়া ২নং ব্লকের যুবকল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, পঞ্চায়েতের সদস্যরা ও পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষরা সহ সদস্যরা সহ প্রমুখ।বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন উপস্থিত সকলেই।উদ্বোধনী সঙ্গীতের পর উপস্থিত বক্তারা বিবেকানন্দের জীবনের উপর আলোচনা করেন। নৃত্য, সংগীত,আবৃত্তি, কুইজ,যেমন খুশী সাজো,তাৎক্ষণিক বক্তৃতা সহ প্রভৃতি প্রতিযোগিতায় প্রায় ৭০০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের পুরস্কৃত করা হয়। কাটোয়া তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বিবেকানন্দের বাণী সম্বলিত ছবি প্রদর্শনী। প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।অনুষ্ঠান দেখার জন্য এলাকাবাসী ছাড়াও পাশ্ববর্তী গ্রামের মানুষেরা উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে চন্দ্রিমা ব্রিগেডের প্রচার জনসভায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584