নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মুগ ডালের উপর ভারতের মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করল আলিপুরদুয়ারের বিবেক কুমার ধর । আলিপুরদুয়ার পুরসভার ৫ নং ওয়ার্ডের আনন্দনগর এলাকার বাসিন্দা বিবেক আলিপুরদুয়ার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ৷

ছোট বেলা থেকেই তার ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় শহরের অন্যান্যদের বিভিন্ন কলাকৌশলের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করতে দেখে তারও ইচ্ছে হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করবার। গত আগস্ট মাসে পরিবারের অনুপ্রেরণায় মুগ ডালের উপর ওয়াটার কালার দিয়ে ভারতের মানচিত্র এঁকে ফেলে বিবেক। সেই মুগডালের ওপর তৈরি ভারতের মানচিত্র ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠায় ।

কিছু দিনের মধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ রেকর্ডের স্বীকৃতির খবর জানিয়ে দেয় । এরপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র সহ অন্যান্য যাবতীয় উপহার এসে পৌঁছোয় বিবেক কুমার ধরের বাড়িতে। এদিন বিবেক জানায় , ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য মুগ ডালের উপর ভারতের মানচিত্র তৈরি করার পরামর্শ তার পরিবারের কাছ থেকেই পাওয়া। তাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত হওয়ার খবর পেয়ে পরিবার সহ এলাকাবাসী সকলেই খুব খুশি ৷
আরও পড়ুনঃ জেপি নাড্ডার উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের
নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত বিবেক নিজেও ।আগামী দিনে আরও এমন ধরণের কাজ করবার ইচ্ছা প্রকাশ করেছে সে। জানা গিয়েছে, ডাক বিভাগ কর্তৃপক্ষ বিবেকের বাড়িতে ওই সমস্ত শংসাপত্র এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দিতেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ার আনন্দ নগর এলাকাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584