নাজমুল আলম,টেক ডেস্কঃ
আজকাল মোবাইলে গেম খেলতে গেলে একটা বিষয় নিয়ে চিন্তা হয় তা হলো এর ব্যাটারি।কারন ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়,যাকে বলে চার্জ ড্রেন আবার চার্জ হতেও প্রায় ঘন্টা তিনেক সময় লাগে।এই বিষয়টাই মাথায় রেখে ভিভো বাজারে IQOO(I Quest On and On) সিরিজ নিয়ে এসেছে।
এখন গেম খেললেও তাড়াতাড়ি ব্যাটারি শেষ হবে না, বা হলেও দ্রুত সেটাকে চার্জ দেওয়া যাবে।ফোনের ৬- ১২ জিবি , প্রসেসর ৮৫৫ স্ন্যাপড্রাগন ; র্যাম ১২৮/২৫৬,রেজুলেশন ২৩৪০*১০৮০।
আরও পড়ুন: বার্সেলোনায় মোবাইল মেলা
স্ক্রিন ৬.৪১ ইঞ্চি,বডি ও স্ক্রিনের অনুপাত হলো ৯১.৭ শতাংশ।অপেরাটিং সিস্টেম আন্ড্রয়েড পাই।চার্জার দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।৬ জিবি র্যাম সম্পন্ন ফোনের জন্য ২২.৫ ওয়াট এবং ৮/১২ জিবি র্যাম সম্পন্ন ফোনের জন্য ৪৪ ওয়াট চার্জার।৪০০০ আম্পিয়ার ব্যাটারি চার্জ দিতে সময় লাগবে
° ০ – ৫০% ১৫ মিনিট
° ০ – ৮৫ % ৩০ মিনিট
° ০ – ১০০% ৪৫ মিনিট
সেল্ফির জন্য সামনে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।পেছনে থাকছে ১৩,১২ ও ২ মেগাপিক্সেলএর তিনটি ক্যামেরা।ফোন গুলোর দাম ৬০০ ইউ এস ডলারের মধ্যেই থাকবে।ফোনগুলি এখন ভিভোর অনলাইন স্টোর থেকে পাওয়া যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584