মুর্শিদাবাদ জেলা জুড়ে পালস মোড-এ VLCPC মিটিং

0
46

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ

আজ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের ব্লক স্তরের আধিকারিক দের সহায়তায় সারা জেলা জুড়ে পালস মোড এ VLCPC মিটিং আয়োজন করা হয়  বেলা ১২ টা থেকে। যেখানে শিশু সুরক্ষা কমিটি গুলির মিটিং একযোগে হয় এবং শিশু সম্পর্কিত যাবতীয় সমস্যা আছে যেমন বাল্য বিবাহ জনিত, স্কুল ছুট , শিশু শ্রমিক, অল্প বয়সে মা হওয়া বা মা – বাবা কেউ একজন মারা গেছেন এমন শিশুর সমস্যা সেগুলো শনাক্তকরা ও তার আঞ্চলিক স্তরেই সমস্যা সমাধান করা যায় তার ব্যবস্থার উদ্যেশ্যেই এই মিটিং একদিনে ডাকা হয়েছে। জেলা প্রশাসন চাইছে এই মিটিং যাতে নিয়ম করে হয় এবং যাতে এই সমস্যা গুলোর সুষ্ঠু সমাধান হয় বিভিন্ন আধিকারিক দের সহায়তায়। এদিনের মিটিঙে উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রী অর্জুন দত্ত।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কীটনাশক প্রয়োগে পাটের ক্ষতি হয় জলঙ্গিতে , আজ সে বিষয়ে সমাধান সভা ব্লকে

জেলায় প্রায় কুড়িটি স্বেচ্ছাসেবী সংগঠন সিনি সহ এই জেলায় কাজ করছে জেলা প্রশাসনের সঙ্গে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সেচ্ছাসেবী সংগঠনগুলির এগিয়ে আসা এই  জেলায় শিশু সুরক্ষার ক্ষেত্রে বড় মাইল ফলক। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সিনির তরফে উপস্থিত ছিলেন জয়ন্ত চৌধুরী।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here