টাওয়ার স্বত্ত্ব-মালিকানা সমস্যার মুখে দুটি সংস্থা, বন্ধ হতে পারে ফোন পরিষেবাও

0
361

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বন্ধ হয়ে যেতে পারে ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেলের মতো নেটওয়ার্ক পরিষেবা। জানা গেছে, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার উপর লাগু হওয়া দেনার পরিপ্রেক্ষিতে টাওয়ার কোম্পানিগুলি বেশ চাপের মুখে পড়েছে।

vodafone idea and airtel tower companies facing critical problem | newsfront.co
প্রতীকী চিত্র। সৌজন্যঃ ইকোনমিক টাইমস

ভারতের তিনটি প্রধান টাওয়ার কোম্পানি, ভারতী ইনফ্রাটেল, ইন্ডাস টাওয়ারস এবং আমেরিকান টাওয়ার কর্পোরেশন তাদের টাওয়ার স্বত্ব এবং মালিকানা নিয়ে সমস্যার মুখে পড়েছে।

সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ভোডাফোন আইডিয়াকে লাইসেন্স পেনাল্টি ফি হিসেবে ভারত সরকারকে মোটা টাকা দিতে হবে। এই কারণেই ভারত থেকে ভোডাফোন আইডিয়া নিজেদের ব্যবসা সরিয়ে নিতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ‘আমি উদ্বিগ্ন নই, আমি ক্রুদ্ধ’, দেশের হালহকিকত নিয়ে ঝেড়ে কাশলেন নাসির

ভারতী ইনফ্রাটেলের বিএসই রেট ১৩% কমে ২১৮.৩০ টাকায় দাঁড়িয়েছে। এই অধঃপতনের কারণে ভারতের প্রধান টেলিকম সামগ্রী বিক্রেতা ফিনল্যান্ডের নোকিয়া, সুইডেনের এরিকসন, এবং চীনের হুয়াওয়ে ও জেডটিই ভারতে ব্যবসা করতে সমস্যার মুখে পড়তে পারে।

তবে আশা করা হচ্ছে সম্পূর্ণ ভাবে পরিষেবা বন্ধ হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। আশা করা হচ্ছে, এয়ারটেল এই সমস্যার সুরাহা করবে শীঘ্রই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here