তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী ১২ দলীয় ভলিবল প্রতিযোগিতায় মঙ্গলবার কর্নজোড়া পুলিশ লাইনকে ৫ পয়েন্টসে হারিয়ে ৭ নম্বর ভান্ডার অঞ্চল চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করলো।
যদিও কর্নজোড়া পুলিশ লাইনের ভলিবল খেলোয়াড়েরা অসাধারন খেলেও শেষ হাসি হেসেছে ৭ নম্বর ভান্ডার অঞ্চল। তিনি বলেন খেলায় হারজিৎ থাকবেই এবং তা স্পোর্টিংলি সবাইকে নিতে হবে।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে রাজ্য সরকারের প্রকল্পের শিলান্যাসে শুভেন্দু
কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই জানান, সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসনের নিবিড় সম্পর্ক গড়ে তোলার স্বার্থেই জেলা পুলিশের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কালিয়াগঞ্জ থানার আটটি অঞ্চল এবং বাইরের ৪টি দল মোট ১২টি দলকে নিয়ে দুইদিনের প্রতিযোগিতা শুরু হয় সোমবার। আগামী ২৩শে জানুয়ারী জয়ী দলকে পুরস্কৃত করা হবে। ভলিবল খেলাকে ঘিরে দুইদিন ধরে কালিয়াগঞ্জ থানায় ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।শান্তিপূর্ণ ভাবে দুইদিনের ভলি প্রতিযোগিতা শেষ হওয়ায় সবাইকে তিনি অভিনন্দন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584