দিব্যাঙ্গ ব্যক্তিদের মিলন মেলার শেষ দিনে জমজমাট

0
56

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ডঃ সুশীল কুমার ধাড়া স্মৃতি দিব্যাঙ্গ ব্যক্তিদের মিলন মেলার শেষ দিনে জমে উঠল রাজ্যস্তরীয় মানসিক দিব্যাঙ্গ পুরুষ মহিলাদের স্পেশাল অলিম্পিক ভারত, পঃ বঃ এবং নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে ভলিবল প্রতিযোগীতা।

volleyball competition in tamluk | newsfront.co
নিজস্ব চিত্র

এই প্রতিযোগীতায় মোট ১২ টি দল অংশ গ্রহন করেছিল। কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দঃ ২৪ পরগনা থেকে মোট ১২০ জন অংশগ্রহন করে। সারাদিনের খেলা বেশ জমে উঠে। মেয়েদের বিভাগে বীরভূম জয়ী হয়, রানার আপ হয় কলকাতা।

volleyball competition in tamluk | newsfront.co
নিজস্ব চিত্র

ছেলেদের বিভাগে হুগলী জয়ী হয়। হুগলী এরিয়ার ডাইরেক্টর অশোক চাকি, স্পোর্টস ডিরেক্টর শুকদেব চক্রবর্ত্তী ও নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক যোগেশ সামন্ত, এরপর জাতীয় দল তৈরী হবে এবং সেই খেলায় বাছাই করে স্পেশাল অলিম্পিক হবে আগামী দিনে।

আরও পড়ুনঃ দিদিকে বলো তে ফোন করে মিললো চিকিৎসার সাহায্য

এরিয়া ডিরেক্টর অশোক চাকি উদ্বোধন করে বলেন ২০১৬ থেকে এই সব খেলায় ইন্টারন্যাশন্যালে যারা গোল্ড পাচ্ছে তাদের ভারত সরকার ৫লক্ষ টাকা, সিলভার প্রাপকদের ৩লক্ষ টাকা এবং ব্রোঞ্চ প্রাপকদের ২লক্ষ টাকা দেয় এবং রাজ্য সরকারও সমপরিমান দেয়।

এর ফলে খেলার মাঠ এখন ভরে উঠেছে নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির আয়োজনে খুশি স্পেশাল অলিম্পিকের কর্মকর্তারা অংশগ্রহন কারীদের মেডেল, সংস্থার পক্ষ থেকে একটি করে ছাতা দেওয়া হয়। যোগেশ সামন্ত জানান আমরা খুব খুশি এই প্রতিযোগীতায় আয়োজন করতে পেরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here