স্বেচ্ছাসেবী সংস্থার নব উদ্যোগের সাক্ষী বসিরহাট

0
127

রবিউল ইসলাম, বসিরহাটঃ

সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে আমাদের সমাজ আর সেই সঙ্গে বেড়ে চলেছে মানুষের ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যেও নিঃস্বার্থভাবে সময়ে-অসময়ে মানুষদের পাশে দাঁড়িয়েছে বসিরহাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সমাজ কল্যাণমূলক সংগঠনটির অন্যতম লক্ষ্য হল, নিজের আনন্দ অন্যদের মধ্যে ভাগ করে নেওয়া।

Voluntary Organisations support to people | newsfront.co
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। নিজস্ব চিত্র

সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য নিজের জন্মদিন উপলক্ষে চেয়েছেন, নিজের আনন্দ নিষ্পাপ শিশুদের মধ্যে ভাগ করে দিতে। সেই উপলক্ষে বসিরহাট সংলগ্ন একটি অত্যন্ত দরিদ্র এলাকায় ১০০ জনের অধিক শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হল।

আরও পড়ুনঃ সাত বিধানসভা নিয়ে একমাস ব্যাপি ফুটবল টুর্নামেন্ট

পাশাপাশি কিছু মানুষদেরও উপহার সামগ্রী হিসাবে কিছু বস্ত্র হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুদের মধ্যে আনন্দ উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো। এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সদস্যরা চান মানুষ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়।

সদস্যদের মধ্যে যাঁদের কথা না বললেই নয় তাঁরা হলেন, মিলটন, রাকিব, বকুল, শরিফুল, আফরোজা, অনিশ, সৌমিতা, সৌরভ এবং আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here