কোলাঘাটে গনবন্টনকারীদের সম্বর্ধনা

0
74

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মহামারি থেকে প্রাকৃতিক দুর্যোগ , উৎসব থেকে পরব-পার্বণ। গনবন্টনের কাজে নিয়োজিত থাকেন প্রত‍্যেকটি এলাকার রেশন ডিলাররা‌। গনবন্টনে প্রত‍্যেকটি নাগরিক তথা পরিবারের জন‍্য যে সরকারি খাদ্য সামগ্রী বিলি-বন্টন, তা এক অতি দায়িত্ব ও সমাজ জীবনের গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়।

congratulation | newsfront.co
সংবর্ধনা ৷ নিজস্ব চিত্র

রেশন সামগ্রীতে সরকারি ধার্য্যকৃতর পরও তার মান ও পরিমাণ নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতার সৃষ্টি হয়। আর প্রতি মূহুর্তেই তা নিয়ে এলাকার গ্রাহকদের একদম মুখোমুখি জবাবদিহি করতে হয় এই রেশন ডিলারদের। বিশেষ করে এই চলতি সময়ে করোনাকালে রেশন ডিলারদের যে গুরু দায়িত্ব তা তারা অত‍্যন্ত নিষ্ঠা ও দায়িত্ব সহকারে পালন করে চলেছেন।

ration dealer | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা কোলাঘাট ব্লকের সমস্ত রেশন ডিলারদের এদিন সংবর্ধনা দিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন। ৪৮ জন ডিলারদের প্রত‍্যেককে চন্দনের ফোঁটা, গোলাপ ফুল, উত্তরীয়, স্মারক, মিষ্টান্ন, করোনা প্রতিরোধ বিষয়ক পকেট বই দিয়ে সম্মানিত করে মধ‍্যাহ্ন ভোজে আপ‍্যায়িত করা হয়।

আরও পড়ুনঃ বিধি নিষেধের মধ্যেই হচ্ছে এবারের বোল্লা মা কালীর বাৎসরিক পুজো

সংস্থার পক্ষে সভাপতি অভিজিত সামন্ত বলেছেন, “সারা বছর ছাড়াও গত আট মাসের এই মহামারিকালেও আমরা এইভাবে সামর্থ্য মত নানা জনহিতকর কর্মসূচি নিয়ে মানুষের পাশেই আছি এবং আগামীতেও থাকব।”

আরও পড়ুনঃ অভিষেকের খাস তালুকেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

রেশন ডিলারদের পক্ষ থেকে কোলাঘাট ব্লকের সভাপতি বাসুদেব মথুরা বলেছেন , “গনবন্টনে আমাদের দায়িত্ব অপরিসীম। এই সম্মাননা জ্ঞাপন যেমন আমাদের কাছে খুবই উৎসাহের বিষয়, তেমনি এই দায়িত্ব আমাদের সব রকম বিতর্কের উর্ধ্বে ও দায়িত্ব সহকারে পালন করে যেতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here