‘সীমান্ত’ বলবে অন্য কথা

0
252

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পরিচালক সুমন মৈত্রের পরবর্তী নিবেদন- বাংলা ছবি ‘সীমান্ত’। ‘এসএসআর সিনেমা প্রাইভেট লিমিটেড’- এর ব্যানারে, ‘চিরোস্ক্রো ফিল্মস’-এর সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছেন রতন সাহা ও শতদীপ সাহা।

rahul | newsfront.co
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
suman maitra | newsfront.co
পরিচালক সুমন মৈত্র

ছবিতে আছে রহস্য উদঘাটনের মতো কাহিনি। সঙ্গে মিশে থাকবে অবশ্যই থ্রিলার। ছবির বিষয়বৈচিত্রে আছে ভিন্নতা।

payel | newsfront.co
পায়েল সরকার

আছে পদার্থ বিজ্ঞানের উঁকিঝুকি।বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পায়েল সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, রণজয়, সুদীপ মুখার্জি, ঋষিরাজ, আনন্দ চৌধুরী, সোনিয়া রায়, সুশীল সিকারিয়া ধ্রুব দেবনাথ প্রমুখ।

saheb | newsfront.co
সাহেব ভট্টাচার্য

আরও পড়ুনঃ কোন রহস্যের মায়াজালে বনি, ঋতাভরী, অঙ্কুশ?

সংগীত পরিচালনায় বাপ্পাদিত্য শুভ্র। সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার। ডি ও পি- স্মৃতি।এই ছবি বিষয়বৈচিত্রের গুণে সমৃদ্ধ হবে বলে আশাবাদী পরিচালক সুমন মৈত্র।

ছবি সৌজন্যেঃ অ্যাডভার্ব

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here