নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর
রাজ্য জুড়ে বৃহস্পতিবার শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর লক্ষীনারায়ন উচ্চতর বিদ্যালয় এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল।
ওই পরীক্ষা কেন্দ্রের সামনে কেশপুর ন্যায়বিচার উন্নয়ন ও মানব কল্যাণ যুব সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ ছাত্রী
এদিন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওই সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও একটি করে কলম তুলে দেওয়া হয়।
সেই সঙ্গে তারা যাতে ভালোভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারে তার জন্য ওই সংগঠনের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে ডাক্তার সেক কৌমুদ্দিন, ডাক্তার সৌমেন পন্ডা, ডাক্তার কশিদুল আলী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন।
স্থানীয় বাসিন্দারা ও পরীক্ষার্থীদের অভিভাবকেরা ওই যুব সংগঠনের তরফ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজনে খুব খুশি শিক্ষার্থী থেকে অভিভাবকগন। এছাড়াও ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, পরীক্ষার দিনগুলি পরীক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাদের যাবতীয় সহযোগিতা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584