শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আজ হিলি ব্লকের বানোরা এলাকায় একটি ষোলো বছর বয়সী নাবালিকা কন্যার বিয়ে রোধ করা হলো।বিশ্বস্ত সূত্রে নাবালিকা কন্যার বিয়ের খবরটি আসে হিলি এলাকার উজ্জীবন সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট।খবর পাওয়া মাত্র উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই করবার পর জেলা সমাজকল্যাণ আধিকারিক সহ জেলা আইনি পরিষেবার মাননীয় সৌমেন্দ্র নাথ রায়কে জানানো হয়।
এরপর হিলি থানা থেকে পুলিশ আধিকারিক সৌরেন দাস ঘটনাস্থলে ছুটে যান। সঙ্গে আসেন উজ্জীবন সোসাইটির সদস্য দীপক ঘোষ,আইনি পার্শ্বসেবক বিজয় রায় সহ আরো অনেকে।এরপর মাননীয় জর্জ কাম সম্পাদক সৌমেন্দ্র নাথ বাবু ছুটে আসেন ঘটনাস্থলে।সঙ্গে আসেন সি ডব্লু সি দক্ষিণ দিনাজপুরের সদস্য সূরজ দাশ।নাবালিকা কন্যাটির পরিবার ও আত্মীয়স্বজনদের দীর্ঘ কাউন্সেলিং করে নাবালিকা বিবাহের কুফল বোঝানোর পর বিয়েটি বন্ধ হয়।আগমীকাল তাকে সি ডব্লু সি প্রডিউস করা হবে বলে জানা যায়।
আরও পড়ুনঃ নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
সৌমেন্দ্রবাবু বলেন দক্ষিণ দিনাজপুর জেলায় বাল্য বিবাহ রোধ করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সদা সজাগ।জেলার সব গ্রাম পঞ্চায়েতের আইনি পার্শ্বসেবকগণ বাল্য বিবাহ বন্ধ করবার জন্য বদ্ধপরিকর ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584