আন্দোলনকারী কৃষকদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, কাউন্সেলিংয়ের উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষক আন্দোলন এখনও জারি রয়েছে দেশে, পরিস্থিতি অশান্ত। কেন্দ্র এখনও দাবি মেনে নেয়নি, ক্ষোভে-দুঃখে আত্মহত্যা করেছেন একাধিক কৃষক। এই ঘটনায় রাশ টানতে এবার কৃষকদের কাউন্সেলিং করাতে শুরু করল একদল ভলান্টিয়ার।

farmers | newsfront.co

চিকিৎসকেরা যদিও সেখানে ছিলেন কিন্তু কৃষকদের মানসিক অবস্থা একেবারেই আলাদা এখন। তাই যেভাবে আত্মহত্যার ঘটনা ঘটছে তা চিন্তা বাড়িয়ে তুলছে এনজিও গোষ্ঠীগুলির। এদের মধ্যেই এক কৃষক জানিয়েছেন যে তিনি যখন আহত হয়েছিলেন তখন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন।

আরও পড়ুনঃ নিজেদের অবস্থানে অনড় দু’পক্ষই, কেন্দ্র-কৃষক বৈঠকে সমাধানসূত্র ঘিরে সংশয় আজও

ঠিক এই ভাবনা থেকেই এগিয়ে এসেছেন এনজিও সংস্থাগুলি। কৃষক আন্দোলনের মাঝেই প্রশ্ন দেওয়া লিফলেট বিলি করেছেন। “কেমন আছেন? কোনও ডিপ্রেশন, খারাপ লাগা, অভিমান, চিন্তা হচ্ছে কি না?” ইত্যাদি।এনজিওর মনবিজ্ঞানীরা জানিয়েছেন তাঁদের কাছে আসা কৃষকদের সংখ্যা বাড়ছে। স্বাভাবিক ভাবেই ঘুম নেই, খাওয়া নেই, সর্বোপরি এখনও কোনো উত্তর নেই তাঁদের কাছে, শুধু জারি রয়েছে অন্তহীন লড়াই।

আরও পড়ুনঃ বদায়ুনে প্রৌঢ়া ধর্ষণ খুনের ঘটনায় বিতর্কিত মন্তব্য চন্দ্রমুখীর

কয়েকদিন আগেই অতিরিক্ত ঠান্ডায় প্রাণ হারান পাঞ্জাবের এক কৃষক। দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘুতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ৩৭ বছর বয়সের সেই ব্যক্তি মারা যান বলে জানা গিয়েছে। তিনটি শিশু সন্তান রয়েছে তাঁর, আর ঘটনাস্থলে থেকে আরও হাজার হাজার কৃষক এগুলি প্রত্যক্ষ করে চলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here