নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক ক্রিকেট সিরিজ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দয়ানন্দ গরানী। তিনি ছিলেন ভারতীয় দলের ম্যাসাজ থেরাপিস্ট এবং থ্রো ডাউন স্পেশালিস্ট।
শুক্রবার কোলাঘাটে ফিরেই তিনি শিকড়ের টানে হাজির হন কোলাঘাটের মাঠে ।
প্রথমে তিনি নিজে যে মাঠে প্র্যাকটিস করতেন সেই মাঠে কোচের সাথে দেখা করেন। এরপর কোলাঘাটে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে গরানীকে সংবর্ধিত করা হয়।দয়ানন্দ গরানীর সাথে তাঁর নিজের ক্লাব কোলাঘাট ক্রিকেট ক্লাব এইট্টির প্রশিক্ষক কৌশিক ভৌমিক ও সম্পাদক সুজন বেরাকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এরপর নিজের গ্রামের বাড়ি জামিত্র্যা বাড়িতে যান এবং বাবা-মার সাথে দেখা করেন। এরপর যে মাঠ থেকে আজ ভারতীয় দলের সদস্য হতে পেরেছেন সেই কোলাঘাট কাট চড়া মাঠে আসেন দয়ানন্দ।
মাঠের কোচ এবং যারা আজ মাঠে প্র্যাকটিস করছিলেন তাদের কাছে নিজের জার্নি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবং খেলার ক্ষেত্রে কিছু টিপস দেন ভারতীয় দলের সদস্য দয়ানন্দ।
দয়ানন্দ বলেন,”এই সিরিজ জয়ে দেশবাসী আনন্দিত ও গর্বিত বোধ করছেন, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আমার গ্রাম তথা কোলাঘাট ও দেশবাসী সবাই ভালো থাকুন, এই প্রার্থনা করি।
আরও পড়ুনঃ জেলা প্রশাসনকে ‘কর্নগড় গড়’ এর ইতিহাস রক্ষার আবেদন অখিল ভারত ক্ষত্রিয় সমাজের
এই মাঠ আমার কাছে মন্দিরের মতন। এরপর মাঠে প্র্যাকটিস রত নব জুনিয়র ক্রিকেটারদের কেক কেটে খাওয়ালে দয়ানন্দ গরানী এবং রঞ্জিত দলের চ্যাম্পিয়ান সদস্য ঋত্বিক চ্যাটার্জি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584