নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ফুটবলপ্রেমী দিবসকে সামনে রেখে করোনা আবহের মাঝেই রক্ত সংকট দূরীকরণের মহান ব্রত নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলো স্বেচ্ছাসেবী সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার্স।
উল্লেখ্য ১৯৮০ সালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ফুটবল খেলাকে কেন্দ্র করে পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন ফুটবলপ্রেমী।
আরও পড়ুনঃ কন্যাশ্রী দিবস উদযাপন তমলুকে
সেই দিনটিকে সামনে রেখেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে করোনা মহামারীর মাঝে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি মেটাতে পাঞ্জারীপারা কেআইটিএম কলেজে আয়োজিত হয় এদিনের এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এলাকার প্রায় ৫০ জন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার দক্ষিণ দিনাজপুর জেলার কনভেনার গৌতম গোস্বামী, ওয়ার্কিং প্রেসিডেন্ট মিন্টু সাহা, সংস্থার সদস্য সুরজিৎ ঘোষ, নিহার বিশ্বাস সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584