মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সম্প্রতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমপান। আমপানের দাপটে উপড়ে গেছে গাছ, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। এখনও বহু গ্রাম জলের তলায় ডুবে রয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহু এলাকায়। এহেন পরিস্থিতিতে আমপান-বিধ্বস্তদের পাশে দাঁড়াল মুর্শিদাবাদের এক স্বেচ্ছাসেবী সংস্থা উড়ান।

দক্ষিণ চব্বিশ পরগনার কৃপারামপুরের গোতলাহাট এলাকার যে সকল পরিবার আমপানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ, বুধবার সেইসব পরিবারের কাছে ৫০০ গ্রাম করে ৭০০ প্যাকেট চিঁড়ে, ৭০০ প্যাকেট ছাতু, ৭০০ প্যাকেট বিস্কুট, ৭০০ প্যাকেট সাবান, ৩০০ প্যাকেট দুধ, ৭০০ প্যাকেট পাউরুটি, ১২০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ৩০০ সেট জামা এবং ১০০ টি শাড়ি পৌঁছে দিয়েছে উড়ান।



আরও পড়ুনঃ এবার এলাকা জীবাণুমুক্ত করার কাজে হাত লাগাল বাসিন্দারাই
এদিন স্বেচ্ছাসেবী সংস্থা উড়ানের পক্ষ থেকে ত্রাণ দিতে গোতলাহাট পৌঁছে গিয়েছিলেন মামুদ হাসান চৌধুরী, সইফুল আলম, মিলন জাভেদ এবং রামিজ রাজা। ত্রাণ পেয়ে খুশি আমপান-বিধ্বস্তরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584