শান্তনু পুরকায়েত,দক্ষিণ ২৪ পরগনাঃ
আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ভারত সেবাশ্রম সংঘ। কুলপি ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘের খোকন মহারাজ।
মন্দিরবাজার ও কুলপি ব্লকের ১২৮টি গ্রুপের ১১৯০ জন মহিলাকে ত্রাণ বিতরণের কর্মসূচি নেয় ভারত সেবাশ্রম সংঘ। কুলপি ব্লকের গ্রাম পঞ্চায়েত রামকৃষ্ণপুর, বেলপুকুর ,গাজীপুর, চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ৫৬৪ জন মহিলার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। করঞ্জলি হাইস্কুলে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ করোনা নিয়ে সচেতনতা বাড়াতে শিলিগুড়িতে টাস্কফোর্সর বৈঠক
সেখানে প্রায় শতাধিক মহিলাকে ৫০০ গ্রাম সরষের তেল, ৫০০ গ্রাম সোয়াবিন, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, সাবান, এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয়। সুন্দরবনের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রথম থেকেই ভারত সেবাশ্রম সংঘ ত্রাণ পৌঁছোনোর ব্যবস্থা করেছে।
দক্ষিণ সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপ এবং মৌসুনি দ্বীপ এলাকায় বেশি নজর রাখা হচ্ছে যাতে এই এলাকার দুঃস্থ মানুষরা কোন ভাবে সমস্যায় না পড়েন। ক্ষতিগ্রস্তদের তালিকায় কুলপি ব্লকের অধিকাংশ গ্রামও রয়েছে।
সেখানেও পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কথা মাথায় রেখে এমন ধরনের উদ্যোগ নিয়েছে যাতে করে তাদের মহিলারা কোন ভাবে সমস্যায় না পড়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584