আমপান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবীরা

0
36

নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুরঃ

আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই)।

প্রসঙ্গত, করোনার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হওয়ার পরে সুপার সাইক্লোন আমপানের প্রকোপে মানুষের প্রচুর ক্ষতি হয়। পূর্ব মেদিনীপুর জেলার ১১টি ব্লক খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।

distribute food | newsfront.co
নিজস্ব চিত্র

ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড রাইটস অ্যান্ড ইউ ( ক্রাই, )য়ের আর্থিক সহযোগিতায় ও পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে কাঁথি তিন নম্বর ব্লকের মারিশদা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রামের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়াও কাঁথি ১ নম্বর ব্লকের মজিলা পুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে, ভগবানপুর ২ নম্বর ব্লকের গড়বাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬টি গ্রামে , খেজুরি ১ নম্বর ব্লক লাখি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে, রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দি গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রাম পরিবারের হাতে বিভিন্ন দ্রব্য তুলে দেওয়া হয়। মোট ৭০০ পরিবারের হাতে চাল, ডাল-২ কেজি, তেল ১ কেজি, চিনি ২ কেজি বিতরণ করলেন কাজলা জনকল্যান সমিতির স্বেচ্ছাসেবীরা।

আরও পড়ুনঃ বিনিপয়সায় স্বাস্থ্য শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের

উল্লেখ্য সাম্প্রতিক আমপান ঘূর্ণিঝড়ে কেউ তাদের ঘর পুরোপুরি হারিয়েছেন কেউবা আবার তাদের ঘরের চালা উড়তে দেখেছেন।

এদিন করোনা ভাইরাসের মাথায় রেখে সামগ্রী বিতরণ করার সময় উপভোক্তাদের মধ্যে দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়। ত্রাণ সামগ্রী হাতে নিয়ে উচ্ছসিত ছিল প্রত্যেকেই। একে করোনার জন্যে লকডাউনের ফলে কাজ নেই রোজগার নেই, তার উপর ঝড়ের প্রভাব। এই ত্রান সামগ্রী যেন প্রত্যেক উপভোক্তাতাদের মুখে হাসি এনে দিল।

কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডা স্থানীয় পঞ্চায়েত প্রশাসন , পুলিশ প্রশাসন ও আর্থিক সহযোগী সংগঠনদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ওনাদের সহযোগিতা ছাড়া এই মহান উদ্যোগ রূপায়ন করা সম্ভব হতো না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here