স্থগিত ইএমআই এর উপর সুদ নেওয়ার যুক্তি নেইঃ সুপ্রিম কোর্ট

0
86

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

২৭ মার্চ ইএমআই স্থগিত রাখার বিষয়টি ঘোষণা করেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছিলেন, দেশের অর্থনীতি চাঙ্গা এবং আর্থিক বৃদ্ধি সচল রাখতে এই পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক। এর ফলে লকডাউনের জেরে ঘরে বসে থাকা কোটি কোটি দেশবাসীকে স্বস্তি পাবে। সেইমতো মোরেটোরিয়ামে যদি ইএমআই না দিলে চলবে, তাহলে সেই অদেয় সুদের ওপর অতিরিক্ত সুদ কেন নেওয়া হবে, বুধবার ফের প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। এই অর্থ নেওয়া অযৌক্তিক বলেও জানায় সুপ্রিম কোর্ট।

Supreme Court | newsfront.co
ফাইল চিত্র

বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ জানায় যে, একবার যখন মোরেটোরিয়াম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন সেটার সুফল লোকজনের পাওয়া উচিত। সব কিছু ব্যাঙ্কের ওপর না ফেলে রেখে, সরকারের এই বিষয় হস্তক্ষেপ করা উচিত বলেও মনে করে সুপ্রিম কোর্ট। আগস্টের প্রথম সপ্তাহ অবধি মুলতুবি হয়ে গিয়েছে এই মামলা। অন্যদিকে, ব্যাঙ্কের তরফে পাল্টা যুক্তি দিয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, ‘ঋণের সুদ না নিলে খারাপ প্রভাব পড়বে। গ্রাহকদের জমার উপর চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হচ্ছে’।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অশোক ভট্টাচার্য

করোনাভাইরাসের জেরে যে লকডাউন, তাতে চাকরি হারিয়েছেন অনেকে। অনেকের মাইনেও বন্ধ। এর জেরেই পয়লা মার্চ থেকে ছয় মাসের জন্য ইএমআই দেওয়ার ওপর মোরেটোরিয়াম দিয়েছে আরবিআই। অর্থাৎ, এই সময় টাকা দিতে না পারলে কোনও ব্যবস্থা নেবে না ব্যাঙ্ক। লাগবে না কালির দাগও। কিন্তু এই মেয়াদকালে অদেয় অর্থের ওপর অতিরিক্ত সুদ দিতে হবে। ফলে আপনাকে বেশি টাকা দিতে হবে এইমআই হিসাবে পরবর্তী কালে। সেই বিষয়টি নিয়েই এই মামলা। এদিন ব্যাঙ্ক সংগঠনের পক্ষ থেকে এই মামলা তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। তারা বলে যে এই আবেদন এখনই করা উচিত নয়। অর্থনীতির পরিস্থিতি কী হয়, সেটা দেখে কেস টু কেস ভিত্তিতে ব্যাঙ্কগুলি এমন আবেদন বিচার করে দেখতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here