নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েক সপ্তাহ আগে রাজ্যের একাধিক জেলাতে তান্ডব চালিয়েছিল সুপার সাইক্লোন আমপান। আর এই সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ, ভেঙেছে বহু ঘরবাড়ি, ক্ষতি হয়েছে বহু চাষির ফসল।
এই পরিস্থিতিতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার এক ক্লাব সংগঠনের পক্ষ থেকে এই সব ক্ষতিগ্রস্ত মানুষের কথা মাথায় রেখে দু দিনে পাখীরালয় ও হিঙ্গলগঞ্জে ঝঞ্ঝা পীড়িত প্রায় দুশোটি পরিবারের হাতে খাদ্য ও নিত্য সামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ডোমকল পুরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
সংস্থার পক্ষে শান্তনু সরকার বলেন, “সুন্দরবন আমাদের ভালোবাসার ভালোলাগার জায়গা। আমরা প্রায়ই সুন্দরবন বেড়াতে যাই। সুন্দরবনের মানুষ আমাদের প্রিয়জন।
প্রাকৃতিক দুর্যোগে সেখানকার ভয়ঙ্কর পরিণতি আমাদের চোখে জল এনে দিয়েছে। আমরা ছয়টি পর্বে সাধ্যমত আমাদের ত্রান পৌঁছে দেব।” আর এই কর্মসূচিতে যথেষ্ট খুশি হয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584