স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জাতিগত শাংসাপত্র প্রদান

0
70

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

volunteer organization initiative
শাংসাপত্র হাতে প্রাপকরা।নিজস্ব চিত্র

আজ দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসের সভাঘরে অনুষ্ঠিত হলো জাতিগত শংসাপত্র প্রদান শিবির ! কামারপাড়া এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা “মোরান”, যাঁরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছিল যে এলাকার বহু ছাত্রছাত্রী সহ সাধারণ তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন,যাদের জাতিগত শংসাপত্র নেই !ফলত এইসব ছাত্রছাত্রী সহ সাধারণ গরীব মানুষ বহু সরকারী পরিষেবা থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন !সেই কারণে এই স্বেচ্ছাসেবী সংস্থাটির পক্ষ থেকে একটি জাতিগত শংসাপত্র প্রদান শিবির করবার জন্য জেলা প্রশাসনের নজরে আনেন !১ অক্টোবর, ২০১৮ তে “মোরানের” করা লিখিত আবেদনের ভিত্তিতে জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর,মোরান ও অমৃতখন্ড অঞ্চল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতায় গ্রামের প্রান্তিক এলাকার জনগণের সুবিধার্থে আজ পঞ্চায়েত সভাকক্ষে জাতিগত শংসাপত্র প্রদান শিবির অনুষ্ঠিত হলো !এই শিবিরে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের দুজন আধিকারিক সঞ্জয় মহন্ত ও পরিতোষ প্রামাণিক,এছাড়াও ছিলেন মিরিলা মুর্মু প্রধান অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত,সেক্রেটারি দ্বিজেন ঘোষ,কৌশিক বিশ্বাস সভাপতি মোরান,অভিজিৎ সোরেন সম্পাদক মোরান,চিত্তরঞ্জন পাল সদস্য সহ আরো অনেকে !

আরও পড়ুনঃ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আগামী বিশ্ব’ শীর্ষক সেমিনার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here