পায়েলের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

0
50

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

দরিদ্র পরিবারের মেয়ে পায়েল সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৬৬ নম্বর পেয়ে সাফল্য লাভ করেছে। মা, বাবা ও পায়েল এই তিন জনের সংসার।

talented student | newsfront.co
নিজস্ব চিত্র

বাবা শয্যাশায়ী, মার প্রচেষ্টায় পায়েলের পড়াশোনা কোনোক্রমে চলছে। তবে কিছু দিন আগে পায়েলের উচ্চমাধ্যমিকের সাফল্য ও পরিবারের দরিদ্রতার খবর বিভিন্ন সংবাদ মাধ‍্যমে প্রচার হয়। আর সেই খবর দেখে ফালাকাটার একটি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসলো এদিন।

আরও পড়ুনঃ করোনা রুখতে সচেতনতার প্রচার বামেদের

ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রবিবার পায়েল সরকারের বাড়ি এসে তাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি পায়েল সরকারের কলেজে পড়ার ভর্তির ফিস্ দেবেন বলেও জানান।

এতে পায়েলের পরিবারের প্রত্যেকে খুশি। এদিন ওই স্বেচ্ছাসেবী সংস্থার ফালাকাটার সভাপতি নিধু বৈদ‍্য জানান, “আমরা প্রত‍্যেক বছর কিছু দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীদের পড়াশোনার খরচ বহন করি। তবে এবছর পায়েল সরকারের খবরটি আমরা সংবাদ মাধ‍্যমে দেখার পর আজ পায়েলের বাড়িতে এসে তাকে সংবর্ধনা জানাই।”

তার পাশাপাশি পায়েলের কলেজে পড়ার জন্য ভর্তির ফিস্ তাদের সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here