অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বুধবার গভীর রাতে, মৃত ২

0
107

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ:

দুর্ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজারের এলাকায়। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর পাশাপাশি গুরুতর আহত আরও একজন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহেগাল হোসাইন (ববিন)এর গাড়ি বুধবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যাচ্ছে, সপরিবারে সেহেগাল হোসাইন (ববিন) এলেম্বাজার গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা যায় মুর্শিদাবাদের ডোমকলে তার নিজ বাড়ি রয়েছে কিন্তু বোলপুরে থাকতো সেহেগাল হোসাইন (ববিন), বাজার করতে গিয়েছিলেন এলেম বাজার, বাজার করে ফেরার পথেই পথদুর্ঘটনা। পথ দুর্ঘটনাটি ঘটে ইলামবাজার এবং বোলপুর এর মাঝা মাঝি চাওপাহারি জঙ্গলে।
এই দুর্ঘটনায় প্রাণ হারায় সেহেগাল হোসাইন (ববিন)এর ছোট্ট কন্যা সন্তান দুই বছর দুই মাসের সিফাত আজনিনের।এই দুর্ঘটনায় শোকের ছায়া নামে সেহেগাল হোসাইন ববিন এর গোটা পরিবারে।

 

The bodyguard of Anubrat Mandal car accident

 

আরও পড়ুনঃ

মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য সাগির হোসেনের মৃত্যু বার্ষিকী উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here