দুঃস্থদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার

0
127

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

volenteer organization | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা সঙ্কটকালে ডাক্তার-নার্স নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রশংসা বিশ্বজুড়েই হচ্ছে৷ এরসাথেও
এই মহাসংকটে কিছু মানুষ শুধু নিজের কথা ভাবছেন না, ভাবছেন অন্যদের নিয়েও৷ সেরকম এক সংস্থা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ। করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পরেই অসহায় মানুষদের প্রতি নানাকর্মসূচির মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ।

organization | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা নিয়ে সতর্কতামূলক প্রচার নদীয়া জেলা পুলিশের

এই করোনা-সংকটে স্বামী বিবেকানন্দের ‘শিব জ্ঞানে জীব সেবা’ এই আদর্শে প্রতিদিন ৭০০ অসহায় মানুষদের “কিচেন কমিউনিটি” -র মাধ্যমে দুপুরের খাদ্য দুঃস্থদের তুলে দিয়ে পাশে দাঁড়িয়েছে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ। এটি তাদের ৩০ তম কর্মসূচি বলে জানা গিয়েছে।

people | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অনলাইনে বঙ্কিম জয়ন্তী পালন অনুরাগীদের

এই কাজের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের পরিচালিত কিচেন কমিউনিটি প্রকল্পে এদিন হাজির ছিলেন বাংলার বৃহত্তম জনপ্রিয় জী বাংলা টেলিভিশন চ্যানেলের “সারেগামাপা” খ্যাত সংগীত শিল্পি মেখলা দাশগুপ্ত। শুধু উপস্থিত নয়, তিনি এই কিচেন কমিউনিটি প্রকল্পে অংশ নিয়ে অসহায় মানুষদের মধ্যে দুপুরের খাবার বিলি করেন। এমন কাজে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত খুশি বলে জানান।

আগামীতেও তাদের এই সেবা চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। জেলার সাধারণ মানুষ তাদের এই সামাজিক সেবা মূলক কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here