[১]
বুথ দখল নিয়ে তৃনমূল- বিজেপি সংঘর্ষ, বোমাবাজি গুলি। আহত ১০ জন তৃনমূল কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রামপঞ্চায়েতের ভাগডুমুর বাজিতপুর ভোটগ্রহন কেন্দ্রে। তৃনমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুস্কৃতীরা বুথ দখল করতে আসলে তাদের বাধা দিতে গেলে গুলি চালায়, ব্যাপক বোমাবাজি করে। ধারালো অস্ত্র দিয়ে হামলাও চালায়। তৃনমূলের কর্মীদের কারও গুলি লাগে কারওবা বোমার আঘাত। ধারালো অস্ত্রের আঘাতেও আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় ভাগডুমুর ভোটকেন্দ্রের ভোটগ্রহন।
[২]
ব্যালট বক্স ভাঙচুর করে আগুন, অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে তৃনমূল প্রার্থীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। তৃনমূল গ্রামপঞ্চায়েত প্রার্থী প্রবীন চন্দ্র মন্ডলকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রামপঞ্চায়েতের গোলইসরা ১৬৩ নম্বর বুথে। তৃনমূল কংগ্রেসের অভিযোগ, ওই সংসদের কংগ্রেস প্রার্থী লতিফুর রহমান আগ্নেয়াস্ত্রসহ দলবল নিয়ে এসে তৃনমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার পাশাপাশি বুথে প্রবেশ করে ব্যালট বক্স ছিনতাই করে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ব্যাপক মারধর করে তৃনমূল কংগ্রেস প্রার্থী প্রবীন চন্দ্র মন্ডলকে। বন্ধ হয়ে যায় ১৬৩ নম্বর বুথের ভোটগ্রহন। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ।
[৩]
হেমতাবাদ ব্লকের নওদাঁ গ্রাম পঞ্চায়েত এলাকার দরিমানপুর এলাকায় ব্যালট ছিনতাই ও বোমাবাজির অভিযোগে গণপিটুনিতে গুরুতর জখম দুই। আহতরা তৃণমূল সমর্থক বলে গ্রামবাসীদের অভিযোগ। আহতদের উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় দুইজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি নিয়ে আসা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকাবাসী সূত্রে খবর, বুথের কাছে বোমা উদ্ধার হয়েছে। মেদিনীপুরের গড়বেতায় ৮০ ও ৯০ বছর বয়সের দুই বৃদ্ধা ভোট দিলেন। হেমতাবাদের ভানোইল এলাকায় বুথের কাছ থেকে উদ্ধার তাজা বোমা। এলাকায় চাঞ্চল্য। বুথে ঢুকে নির্দল প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে
[৪]
বিকাল গড়াতেই বিরোধী পার্টির উপরে বোমাবাজি, মারধরের অভিযোগ উঠে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে। এদিন ইটাহার ব্লকের কাপাশিয়া অঞ্চলের মাইনগরে বোমাবাজি হয়। এই ঘটনায় সিপিএম কর্মী আনসার আলী নামে এক ব্যক্তি গুরুতর জখম হয় ও ৩ জন অহত হয়েছে বলে জানা যায়। তাকে ইটাহার শ্বাস্থ্য কেন্দ্রে আনলে আহত ব্যক্তিককে রায়গঞ্জ সুপার স্পেসালিটি হাসপাতালে রেফার করা হয়। এছাড়া গুলন্দর ১ অঞ্চলের ধুলোহর, মারনাই, ঠিলবিল এলাকার নানান বুথে বিজেপী, সিপিএম কর্মীদের উপরে মারধোরেরো অভিযোগ উঠে। যদিও এই বিষয়ে ইটাহার ব্লক তৃনমূল নেতৃত্বের দাবি বিরোধিরা নিজেরাই নিজারাই গন্ডোগল ঝামেলা করে শাসক দলের নাম জড়াচ্ছে। শাসক দল এই সব ঘটনার সাথে জড়িত নই।
[৫]
রডের আঘাতে মাথা ফাটল তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর। ঘটনা রায়গঞ্জ থানার ভাটোলের সরিয়াবাদ ২৬ নম্বর বুথে। আক্রন্ত ওই তৃণমূল প্রার্থীর নাম নজরুল ইসলাম। তিনি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ৫ নম্বর আসনের তৃণমূল প্রার্থী।নজরুলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এদিন ২৬ নম্বর বুথ দখল করতে আসে। তৃণমূলের পক্ষ থেকে বাধা দিতে এলে কংগ্রেসীরা তাঁদের উপর হামলা চালায়। বোমাবাজি, গুলি চালানো থেকে শুরু করে লাঠি ও লোহার রড নিয়ে তৃণমূল প্রার্থী ও সমর্থকদের
বিকাল চারটা পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় ৪৫ শতাংশ ভোট দান হয়েছে বলে জানালেন জেলা শাসক আয়েষা রানী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584