পূজালী পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

0
130

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

পূজালী পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ১৪ জন দলীয় কাউন্সিলার।

vote of no-confidence against Pujali municipality
রীতা পাল,পুরপ্রধান।নিজস্ব চিত্র

দক্ষিন ২৪ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত পূজালী পুরসভা ২০১৭ সালের মে মাসে বোর্ড গঠন ১৬ জন কাউন্সিলরকে নিয়ে।১৬ জন কাউন্সিলরের মধ্যে ২ জন বিজেপি, ১ জন কংগ্রেস, ১ জন নির্দল কাউন্সিলর এবং ১২ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে তৃণমূল বোর্ড গঠন করে।পুরপ্রধান হিসাবে নির্বাচিত হন রীতা পাল।পরবর্তীতে বাকি ৪ জন কাউন্সিলররাও তৃণমূলে যোগ দিয়ে ১৬ তে ১৬ হয় তৃণমূলের।

vote of no-confidence against Pujali municipality
নিজস্ব চিত্র

আজকে কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে পুরপ্রধান রীতা দেবী জানান,আমি জানি না কি কারনে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।যে কাউন্সিলররা আমার বিরুদ্ধে অনাস্থা এনেছেন তারা কোন অভিযোগ দেখাতে পারেন নি।

vote of no-confidence against Pujali municipality
প্রদীপ কুমার মন্ডল,জেলা সাধারণ সম্পাদক বিজেপি।নিজস্ব চিত্র

একইসাথে তিনি জানান, তিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহনের পর পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে পূজালী পুরসভার নেতাজি পার্ক উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সেই অনুষ্ঠানে উপপুরপ্রধান-সহ কোন কাউন্সিলর উপস্থিত ছিলেন না,সমস্যার সূত্রপাত সেখান থেকেই।সেদিনের অনুষ্ঠানে উপস্থিত না হয়ে কাউন্সিলররা মন্ত্রীকে অপমান করেছিলেন বলেই মনে করেন পুরপ্রধান।

একইসাথে রীতা দেবী জানান, তাঁর ওয়ার্ডের চারটি বুথে বিগত লোকসভা নির্বাচনে দল বিজয়ী হয়েছে অনান্য ওয়ার্ডে বিরোধীরা জিতেছে।

আরও পড়ুনঃ দলীয় নেতার ক্ষোভের মুখে বিধায়ক

আজকে পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তিনি গ্রহণ করেছেন বলেই জানিয়েছেন নিউজফ্রন্ট প্রতিনিধিকে।নিয়মানুযায়ী ১৫ দিনের মধ্যে বোর্ড মিটিং ডেকে আস্থা ভোট হবে।

vote of no-confidence against Pujali municipality
নিজস্ব চিত্র

তবে রীতা দেবী জানিয়েছেন যে,চেয়ারম্যান পদ থেকে সরে গেলেও কাউন্সিলর থাকবেন এবং দলের কর্মী হিসাবে কাজ করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here