নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শ্বশুরবাড়ি এলাকা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করল মানস রঞ্জন ভুঁইয়া।নিজেকে নারায়ণগড়ের জামাই বলে দিলীপ ঘোষের বিরুদ্ধে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক কর্মী সভা করলেন মানস ভুঁইয়া।
এদিন নারায়ণগড় রাইস মিল মাঠে রাজনৈতিক কর্মী সভা করে তৃণমূল কংগ্রেস।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ বিভাগের মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা সভাপতি অজিত মাইতি, ব্লক সভাপতি মিহির চন্দ সহ প্রমুখ নেতৃত্ব।
এই দিন মানস ভুঁইয়া বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজনৈতিক সময়কালে নানা ধরনের অনুন্নয়ন কে তুলে ধরেন।নিজের বক্তব্যে বারবারই একটি কথা বলেন যেএকটি ইস্যুতে ভোট হোক, কন্যাশ্রী,সবুজ সাথী, স্বাস্থ্য সাথী প্রসঙ্গ তুলে নারায়ণগড় বিধানসভা থেকে সম্পূর্ণ ভোট দাবি করেন মানস ভুঁইয়া।বক্তব্য রাখতে গিয়ে জেলার সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে।রাজনৈতিক সময়সীমা নিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি।তিনি বলেন, “দিলীপ তোমার রাজনৈতিক সীমা আমার জানা আছে।” পাশাপাশি আরও বলেন,”আমি নির্বাচন কমিশন কে শ্রদ্ধা করি,সিআরপিএফ-এর উপর আমরা আস্থা রাখি।সিআরপিএফ শান্তিপূর্ণ ভোট করুক।” পাশাপাশি তৃণমূল কর্মীর ওপর আক্রমণ এর প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, “পিঁপড়ের উপর পা দিলে পিঁপড়ে কামড়ে প্রতিহত করে আত্মরক্ষার তাগিদে সেই ভাবে ভোটের দিন আমাদের কর্মীদের ওপর অবৈধভাবে মারধর আক্রমণ করা হলে আমাদের কর্মীরাও থেমে থাকবে না আত্মরক্ষার করবে তাতে যা হবে হোক।”
আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থীর সমর্থনে কোচবিহারে প্রচারে আসছেন অভিষেক
খড়গপুর স্টেশন কিংবা খড়গপুর ড্রেন এবং মেদিনীপুর স্টেশন পাশাপাশি খড়গপুর রেলওয়ে হাসপাতালকে মেডিকেল কলেজ করার ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল,তার বাস্তব রূপায়নে বাধা দেয় বিজেপি -এই ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেসের এমপি পদপ্রার্থী মানস ভুঁইয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584