ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হল আজ থেকে

0
136

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আজ বুধবার থেকে শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সংশোধনের পাশাপাশি প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকাও। তার উপর ভিত্তি করেই চলবে সংশোধনের কাজ। ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, শুধুমাত্র তাঁরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এর জন্য তাঁদের ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে।

voter list | newsfront.co
প্রতীকী চিত্র

আরও পড়ুনঃ ছটপুজো উপলক্ষ্যে কোচবিহারের তোর্ষা নদীর ঘাট পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা

বুথ লেবেল অফিসার (বিএলও)’রা সংশোধনের কাজ করবেন। কমিশন সূত্রে খবর, সপ্তাহে দু’দিন, শনি ও রবিবার তাঁরা বুথে বসবেন। ভোটার তালিকা সংশোধনের আগে একপ্রস্থ সর্বদলীয় বৈঠক করেছে কমিশন। সেখানে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই নাম বাতিলের যথার্থ কারণ ব্যাখ্যা করার দাবি রাখে।

সেই দাবি মেনে নিয়ে জেলা প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। অর্থাৎ, এবার কোনও নাম বাদ পড়লে তার প্রকৃত কারণ জানতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। সংশোধনের কাজ শেষ হওয়ার পর শুরু হবে শুনানি পর্ব। তা চলবে টানা একমাস। তার পরেই ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here