শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে ভোটার তালিকা খসড়া প্রকাশ এবং সংশোধনের দিনক্ষণ চূড়ান্ত জানানো নির্বাচন কমিশন। সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল কমিশন।
বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, ‘১৩ জানুয়ারি প্রকাশ করা হবে নতুন সংশোধিত ভোটার তালিকা। ১৮ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধন শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধন অর্থাৎ নাম তোলা, বাদ দেওয়া-সহ যাবতীয় কাজ। তারপর ১৩ জানুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তারাই আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন।’
আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের জন্য সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। এদিন আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সিপিএম নেতা রবীন দেব, কংগ্রেস নেতা ঋজু ঘোষাল।
আরও পড়ুনঃ ভুয়ো ফিক্সড ডিপোজিটের নথি দেখিয়ে ৩৫ কোটি টাকা প্রতারণা, গ্রেফতার ৩
সর্বপ্রথম চলতি মাসের ১৮ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তার উপর ভিত্তি করে বাকি কাজকর্ম এগোবে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশনকে নজর দিতে হবে। তালিকা তৈরিতে পর্যাপ্ত সময় দেওয়া হোক। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে। সমস্ত ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা এখন থেকেই তৈরি করতে হবে। পরিযায়ী শ্রমিকদের নামও যেন ভোটার তালিকায় থাকে।“
আরও পড়ুনঃ দক্ষিণ কলকাতায় ছট পুজোর কৃত্রিম জলাশয় তৈরির কাজ আটকে দিল কেএমডিএ
অন্যদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা রবীন দেব বলেন, “৭৮৯০৩ টি বুথে যাতে বুথ কর্মীরা ঠিকমত বসে কাজ করতে পারেন, সেটা নজর রাখতে হবে। ভোটার তালিকা তৈরির সময় সকাল ১২ টা থেকে ৩ টে পর্যন্ত বিএলও’রা থাকবেন। কোনও অজুহাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।“
জানা গিয়েছে, রাজ্যের মোট ৭৮, ৯০০টি বুথের প্রতিটিতে থাকবেন ১ জন করে বিএলও। প্রতি বুথে ২ দিন করে চলবে সংশোধনের কাজ। সূত্রের খবর, এবার রাজ্যে বাড়ছে ৯৯টি বুথ। কারণ, যে সব বুথে দেড় হাজারের বেশি ভোটার করোনা পরিস্থিতির কথা বিচার করে সেগুলিকে বিভক্ত করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584