পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কেন্দ্রীয় বাহিনী না থাকায় রায়গঞ্জে আব্দুল ঘাটায় দেখা মিলল না ভোটারদের।
জানা গেছে গতকাল রাতে রায়গঞ্জের ৩৫/১৮৫ নম্বর আবদুলঘাটা জি এস এফ পি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট দেবেন না বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের দাবী,পঞ্চায়েত নির্বাচনে দুষ্কৃতীদের দৌরাত্ম্য নজরে এসেছিল।ছাপ্পা ভোটও হয় এই বুথে।ফলে কেন্দ্রীয় বাহিনী না থাকলে এইবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। সেই কারণে ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেবেন না গ্রামবাসীরা।গতকাল গ্রামবাসীদের দাবি না মানায় ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা দেয় স্থানীয়রা।ফলে পুলিশের সাথে বচসা শুরু হয় গ্রামবাসীদের।অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে দেওয়া হবে না,দাবী স্থানীয়দের,ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।অসুস্থ প্রিসাইডিং অফিসারকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ হাসপাতালে।পুলিশের হস্তক্ষেপে অবশেষে বুথে ঢোকেন ভোটকর্মীরা। তবে এদিন সকাল থেকেই রায়গঞ্জ আব্দুল ঘাটায় কোনো ভোট দাতা কেই দেখা গেল না ভোট দিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584