পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
মোতায়েন করা হয়নি কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটের জন্য বুথে।কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবে না স্থানীয়দের দাবি।সেজন্য ভোটকর্মী ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীকে ভোটকেন্দ্রে ঢোকার সময় আটকে দেওয়া হয়। পাশাপাশি,পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা।ঘটনাটি রায়গঞ্জের আবদুলঘাটার।
লোকসভা নির্বাচনের জন্য রায়গঞ্জে ৬৪কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।বেশিরভাগ বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও বেশ কিছু বুথে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী দায়িত্ব সামলাবে।রায়গঞ্জ ব্লকের জিএসএসটি স্কুলের ৩৫/১৮৫ নং বুথের তার মধ্যে একটি।আজ বুথটিতে ভোটকর্মীরা ঢুকতে যান। কিন্তু,কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করায় ভোটকর্মীদের স্কুলে ঢুকতে দেননি স্থানীয়রা।
কিছুক্ষণ পর সেখানে পৌঁছায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। তাদেরও আটকে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত ভোটে বুথজ্যাম করা হয়েছিল।দেদার ছাপ্পা দেওয়া হয়েছিল।সেজন্য সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কর্ণজোড়া ফাঁড়ির ওসি চন্দন সিং।
স্থানীয় এক ব্যক্তি তাঁকে উদ্দেশ করে বলেন,”এত বড় বড় কথা বলছেন,পঞ্চায়েত ভোটের সময় কোথায় ছিলেন?ভোটাররা ভোট দিতে পারবেন না।” রীতিমতো আঙুল তুলে পুলিশের সঙ্গে তর্ক করতে থাকেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করাতে নারাজ ভোটকর্মীরা
স্থানীয়রা দাবি করেন, ‘কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট হবে না।’ অপর এক ব্যক্তি বলেন,’অনেক ডিউটি করেছেন।এরকম গরম তৃণমূল নেতাকে গিয়ে দেখান। আপনারা পুলিশ না ফুলিশ। রাজ্যে শেষ কথা পুলিশ বলবে না। জনতা বলবে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যান।তাঁদের মধ্যস্থতায় ভোটকর্মী ও পুলিশ ভোটকেন্দ্রে ঢোকেন।যদিও অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার জ্যোতিন্দ্রনাথ মণ্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584