ভিটিটি কলেজের প্রাক্তনীদের উদ্যোগে আলোচনা সভা

0
118

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে এবং শালবনী ব্লকের পক্ষ থেকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের সহযোগিতায় শুক্রবার মৌপাল স্কুলে সভাকক্ষে ” স্বাস্থ্যকর অধ্যয়নের অভ্যাস গড়ে তোলা এবং স্কুল জীবনে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা”। সভায় প্রাক্তনীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল মন্ডল।

vtt college alumni program
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দীর্ঘ ১১ বছর পরে জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় ভালো রকম সাড়া মাওবাদীদের ডাকা বনধে

বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যাপিকা ডঃ কিশ্বর বদক্সান এবং ডঃ রনীতা ব্যানার্জী। সভায় সবাইকে স্বাগত জানান মৌপালের প্রধান শিক্ষক তথা ভিটিটি কলেজের প্রাক্তনী ড.প্রসূন কুমার পড়িয়া।সভায় সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষিকা অসীমা জানা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীরা।সভায় বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ছিলেন ভিটিটি কলেজ প্রাক্তনী মৌপাল স্কুলের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here