নির্বাচন কমিশনের ভিভিআইপি কর্মসূচি

0
84

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

vvip workshop of election commission
নিজস্ব চিত্র

নির্বাচন কমিশনের কাছে সাধারণ ভোটারদের গুরুত্বই যে মুখ্য তা নির্বাচন কমিশনের চলতি কর্মসূচীর নামকরণের মধ্যেই স্পষ্ট।নির্বাচন কমিশনের উদ্যোগে ১৮ই জানুয়ারি থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল ভি.ভি.আই.পি কর্মসূচী।তবে নির্বাচন কমিশনের এই ভি.ভি.আই.পি কর্মসূচীতে ভি.ভি.আই.পি শব্দের অর্থ ইংরাজির ভেরি ভেরি ইনটালিজেন্ট পারসন-এর বদলে ভোটার ইনফরমেশন আন্ড ইনফরমেশন পোর্টাল।এই কর্মসূচীর অন্তর্গত ভোটার তালিকায় নাম না থাকা ভোটারদের নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা সহ নাম সংশোধন বা বিয়োজন করার কাজ চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত।

vvip workshop of election commission 2
নিজস্ব চিত্র

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা সমাহর্তালয় ভবনের মিনি কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক দীপাপ প্রিয়া পি।প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৪ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।প্রকাশিত হওয়া এই চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৯৭ হাজার ৬৭ জন।যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ লক্ষ ২২ হাজার ২৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৮৭ হাজার ৪৪৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫৩। এদিনের সাংবাদিক বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক দীপাপ প্রিয়া পি জানান ভোটারদেরকে খতিয়ে দেখে নিতে হবে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের নাম রয়েছে কিনা।ভোটার তালিকায় ভোটারদের নাম নথিভুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য ভোটাররা মহকুমা শাসকের দপ্তর,সমষ্টি উন্নয়ণ আধিকারিকের দপ্তরে গিয়ে তা দেখতে পারবে বলে জানানোর পাশাপাশি ভোটার তালিকায় নিজের নাম খতিয়ে দেখার জন্য ভোটাররা এস.এম.এস করে বা ইন্টারনেটের মাধ্যমেও তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পারবেন বলে জানিয়েছেন জেলা শাসক।জেলা নির্বাচন দপ্তর মারফৎ জানা গেছে আগামী নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া ভি.ভি.পি.এ.টি মেশিনের মাধ্যমে হওয়ার দরুণ এই ভোট গ্রহণের মেশিনের মাধ্যমে কিভাবে ভোটদান করা যাবে সেই বিষয়ে সাধারণ ভোটারদের অবহিত করতে এদিন জেলা সমাহর্তালয় চত্বরে একটি ভি.ভি.পি.টি আওয়ারনেস কর্ণারও চালু করে জেলা নির্বাচনী আধিকারিক। এদিনের সাংবাদিক বৈঠকে জেলা শাসক দীপাপ প্রিয়া পি এও জানিয়েছেন যে আগামী ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে বালুরঘাট শহরে একটি র‍্যালি আয়োজনের পাশাপাশি বালুরঘাটের নাট্য মন্দিরে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে,সেই অনুষ্ঠানে নির্বাচন প্রক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত দক্ষিণ দিনাজপুর জেলার সেরা আধিকারিকদের পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ রাত পোহালেই ব্রিগেড সমাবেশ,ভিড় বাড়ছে রেল স্টেশনে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here