ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
তালিবানি শাসন ভুলে আফগানিস্তানের সাধারণ মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বাদ পেয়েছিলেন বিগত ২০ বছরে। সব শেষ হতে সময় লাগলো মাত্র তিন মাস। গোটা দেশ ফের তালিবানদের দখলে। তালিবানি সন্ত্রাসের ভয় দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানিস্তানের হাজার হাজার সাধারণ মানুষ।
তালিবানের রক্তচক্ষুর সামনে কী ভাবে পতন হয়েছে কাবুলের সেই বর্ণনা দিতে গিয়ে শিউরে উঠছিলেন আফগানিস্তানের কনিষ্ঠতম মেয়র তথা সে দেশের প্রথম মহিলা মেয়র জারিফা ঘাফারি। ২৭ বছর বয়সী জারিফা বললেন, “এখন কবে আমাকে খুন করবে তালিব জঙ্গিরা, সেই অপেক্ষাতেই আছি!”
আশরফ গনি সরকারের কর্মী ছিলেন জারিফা। গনি আগেই দেশ ছেড়েছেন কিন্তু অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন এখনো পালিয়ে যেতে না পারা সরকারী কর্মীরা। কেউ কেউ পালাতে সক্ষম হয়েছেন, কিন্তু জারিফার মতো অনেকেই রয়ে গিয়েছেন দেশে আর তাঁরাই এখন চরম বিপদের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জারিফা বলেছেন, “গনি সরকারের অনেক শীর্ষ স্তরের আধিকারিকরাই পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই।তাই এখানে বসেই অপেক্ষা করছি তালিবান জঙ্গিরা কখন আসবে, আমাকে খুন করবে!”
আরও পড়ুনঃ পেগাস্যাস মামলার শুনানিতে চাঞ্চল্যকর মোড়, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের
জারিফা আরও বলেন, “আমাদের সাহায্য করার কেউ নেই। পরিবারের সঙ্গে বসে অপেক্ষা করা ছাড়া আরও কোনও উপায় দেখছি না। তালিবান জঙ্গিরা আমার মতো মানুষকে খুঁজতে খুঁজতে ঠিক এখানে হাজির হবে।”এর আগেও বেশ কয়েকবার তালিবানদের হুমকির মুখে পড়েছেন জারিফা। গতবছর নভেম্বর মাসে জেনারেল আবদুল ওয়াসি গাফারি খুন হন তালিবানদের হাতে।
আরও পড়ুনঃ আফগানিস্তান থেকে ভারতে আসার জন্য আপৎকালীন ই-ভিসা চালু নয়া দিল্লির
সাম্প্রতিককালে, আফগানিস্তানের মেয়েরা বেশ কিছুটা স্বাধীনতার সন্ধান পেয়েছিলেন জীবনে। তাঁরা পড়াশুনো করছিলেন, কাজ করছিলেন এমনকি রাজনৈতিক কর্মেও এগিয়ে আসছিলেন এই প্রজন্মের আফগান মেয়েরা। সেই সমাজেরই প্রতিনিধি এই জারিফা গাফারি। যিনি মাত্র ২৬ বছর বয়সে আফগানিস্তানের প্রথম মহিলা মেয়রও হন। ফলে এই আধুনিক শিক্ষা ও চেতনাসম্পন্ন মহিলারাই তালিবান শাসনের অন্ধকার দিনগুলি নিয়ে শঙ্কিত, আতঙ্কিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584