মগরাহাটে রোগীদের পরিজনদের জন্য ওয়েটিং শেডের উদ্বোধন

0
83

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

waiting shedding opening | newsfront.co
নিজস্ব চিত্র

মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রোগীদের পরিবারের লোকদের রাত্রি যাপনের জন্যে একটি ওয়েটিং শেড এর উদ্বোধন হয়।

waiting shedding opening | newsfront.co
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক অরফে সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।এসডিও ডায়মন্ড হারবার শ্রী সুকান্ত সাহা,বিডিও (মগরাহাট ১)বিশ্বজিৎ মণ্ডল,সভাপতি মিনুফা বেগম,সহসভাপতি মানবেন্দ্র মণ্ডল।

waiting shedding opening | newsfront.co
পৌষ্টিক খাবার তুলে দেওয়া হচ্ছে রোগীদের । নিজস্ব চিত্র
waiting shedding opening | newsfront.co
নিজস্ব চিত্র

এই উপলক্ষ্যে মহকুমা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো পরিদর্শন করেন।বিধায়কের আর্থিক সহায়তায় বিইইউপি ফান্ড থেকে কাজ শুরু হওয়া হাসপাতালের নতুন ভবন এর কাজ ও পরিদর্শন করেন মহকুমা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক।

নিজস্ব চিত্র

এই উপলক্ষ্যে মাগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হাসপাতাল এর সমস্ত রুগিদের একটি করে পৌষ্টিক আহার এর প্যাকেট ও উপহার দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here