সংক্রমণ রুখতে কোভিড-১৯ হাসপাতালে ‘ওয়াকি টকি’ পরিষেবা চালু করল স্বাস্থ্যদফতর

0
179

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা মোকাবিলায় সংক্রমণ রুখতে আরও জোরালো হল স্বাস্থ্য দফতর। সেজন্য সংক্রমণের কথা ভেবে আয়ুষ হাসপাতালে ওয়াকি টকি পরিষেবা চালু করল জেলা স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, তপসিখাতা ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে পরিণত করা হয়েছে। তবে এখানে এখনও কোনও করোনা পজেটিভ রোগী ভর্তি হননি।

health staffs | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু কোন মতেই যাতে করোনা যুদ্ধে নামা সৈনিকদের মধ্যে খামতি না থাকে, তার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর। তাই হাসপাতালের ভেতরে থাকা চিকিৎসকদের সঙ্গে বাইরে থাকা স্বাস্থ্য কর্তাদের যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে ওয়াকি টকি।

আরও পড়ুনঃ লকডাউনে অসুস্থ বৃদ্ধ দম্পতিকে আর্থিক সাহায্য রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানের

Ayush hospital | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ–২ সুবর্ন গোস্বামী বলেন, “হাসপাতালের ভেতরে মোবাইল ব্যবহার বন্ধ। তাই হাসপাতালের ভেতরের পরিস্থিতি জানতে এবং চিকিৎসক ও অন্যান্যদের সঙ্গে যোগাযোগের জন্য ওয়াকি টকি ব্যবহার করা হচ্ছে। তবে এই আয়ুষ হাসপাতালে মোট ৬ টি ওয়াকি টকি এখন ব্যবহার করা হচ্ছে। সে কারণে আমরা মোট ৬ জনকেই এই ওয়াকি টকি দিয়েছি। শুধু তাই নয়, হাসপাতালে থাকাকালীন ওয়াকি টকি, যার হাতে থাকবে, সে সেটাই ব্যবহার করবে। আর হাত বদল না হওয়াতে ভাইরাস নিয়েও কোনও আতঙ্ক থাকবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here