সুদীপ পাল,বর্ধমানঃ
প্রত্যাশামতোই বিদায়ী মন্ত্রী বাবুল সুপ্রীয়কে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে আসানসোলে।বর্ধমান পূর্ব আসনে প্রার্থী করা হয়েছে পরেশ চন্দ্র দাসকে।কিন্তু বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হল না প্রথম পর্যায়ে।কে প্রার্থী হবেন তা নিয়ে কর্মীদের মধ্যে জল্পনা-কল্পনা রয়েছে বিস্তর। জল্পনা ছিল ডঃ সুভাষ সরকারের নাম নিয়ে।তবে তা ঘোষণা না হয় চূড়ান্ত এখনো হলো না বিজেপির প্রার্থী তালিকা দুর্গাপুর সংক্রান্ত। কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে তবে কি মুকুল রায়ের ডাকে শাসক দল থেকে বা অন্য দল থেকে বিজেপিতে আসা কোন হেভিওয়েট নেতাকে প্রার্থী করা হবে এখান থেকে? সেই উত্তর অবশ্য এখন অজানাই থাকছে।আসানসোলে বিদায়ী মন্ত্রী বাবুলের সাথে এবার লড়াই হবে ঘাসফুল শিবিরের মুনমুন সেন এবং সিপিএমের ভুমিপুত্র গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুনঃ দেওয়াল লিখন শেষ,প্রার্থী ঘোষণার প্রতীক্ষা
অন্যদিকে বর্ধমান পূর্বে বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাসের সাথে লড়াই হবে ঘাসফুল শিবিরের সুনীল মন্ডলের এবং সিপিএমের ঈশ্বরচন্দ্র দাসের। তবে দুর্গাপুরের কর্মীসমর্থকরা আপাতত তাকিয়ে রয়েছেন কে প্রার্থী হবেন সেই দিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584