ভোটের প্রচারে আগাম দেওয়াল লিখন

0
67

শ্যামল রায়,কালনাঃ

Wall writing for loksabha election
চলছে দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণার হতেই তৃণমূলের তরফ থেকে দেওয়াল লিখন শুরু হয়ে গেল।বিরোধীরা এখনো ব্যাকফুটে।সোমবার সকাল থেকেই দেখাগেল তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা রং তুলি নিয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে।এ দিন সাতসকালেই নজরে পড়লো পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামে তৃণমূলের প্রতীক চিহ্ন এঁকে ভোট প্রচারে নেমে পড়েছে কর্মী-সমর্থক নেতারা।
পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা দিলীপ মল্লিক নিজেই দেওয়াল লিখনে ব্যস্ত।কর্মী-সমর্থকদের নিয়ে শ্রীরামপুর গ্রামে তৃণমূলের প্রতীক চিহ্ন একে চলছেন সারাদিন।দিলীপ মল্লিক জানালেন যে, ‘এটা মাত্র একটা অলংকার ইতিমধ্যেই ভোটারদের মনে হৃদয়ে তৃণমূলের প্রতীক আঁকা রয়েছে কারণ উন্নয়ন।আমরা অলংকার হিসেবে তৃণমূলের প্রতীক দেওয়ালে দেওয়ালে একে যাচ্ছি।সুন্দর সফলতার জন্য আমাদের প্রচার শুধু ভোটের জন্য নয় প্রতিনিয়ত উন্নয়নের প্রচার চলে ভোটারদের কাছে,তাই ভোটের মার্জিন বাড়ানোর আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি জানিয়ে দিয়েছেন যে এখানে বিরোধীদের কোন জায়গা নেই কারণ সকলেই উন্নয়নের পক্ষে।অন্যদিকে কালনা ২ নম্বর ব্লকের তৃণমূল এর তরফ থেকে জোর কদমে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে।এদিন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামেগঞ্জে তৃণমূলের প্রতীক আঁকার কাজে নেমে পড়লেন। আরতি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে।
এছাড়াও কালনা ২ নম্বর ব্লক কালনা শহরে কাটোয়া এক নম্বর কাটোয়া ২ নম্বর মঙ্গলকোট কেতুগ্রামের সোমবার থেকে দেওয়াল লিখনের কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত দেওয়াল লিখনে বিরোধীদের চোখে পড়েনি।

আরও পড়ুনঃ নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতেই শুরু দেওয়াল লিখন

তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানান,’সরকারের উন্নয়নের কাছে ভোটাররা আমাদের সঙ্গেই আছে তাই ভোটের মার্জিন বেশি বাড়ানো তাই আমাদের প্রধান উদ্দেশ্য প্রচারে আনা।’ উন্নয়নের কাছে বিরোধীরা ফুরুত করে উড়ে যাবে বলে তিনি মনে করেন।
মঙ্গলকোট ব্লক এর তৃণমূলের সভাপতি অপূর্ব চৌধুরী মুন্সি রেজাউল হক বলেন, ‘এখানে তৃণমূলের প্রচারের কাছে বিরোধীরা ধারে কাছে নেই। উন্নয়নের পক্ষে ভোটাররা। সরকারের প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে খুশি ভোটাররা তাই ভোটের জিতবো আমরা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here