করোনা নিয়ে ফালাকাটায় প্রথম দেওয়াল লিখন গ্রন্থাগারিকের

0
97

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

এক সঙ্গে চার জন করোনা রোগীর হদিশ পাওয়া গেছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। আর তার পরেই জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে ফালাকাটাবাসিকে করোনা নিয়ে সচেতন করে তুলতে পথে নেমেছেন ফালাকাটা কলেজের গ্রন্থাগারিক অজয় কুমার দাস। বাড়ি ঘরের দেওয়ালে করোনা সচেতনতায় দেওয়াল লিখন শুরু করেছেন তিনি। একজন গ্রন্থাগারিকের এই উদ্যোগে বেশ সারা পড়ে গিয়েছে। ইতিমধ্যে তার নেতৃত্বে বেশ কিছু জায়গায় করোনা নিয়ে সচেতনতামূলক দেওয়াল লিখন হয়েছে। অনেকেই অজয় বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

wall writing | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মানুষের উদাসীনতার ছবি দেখে উদ্বিগ্ন ফালাকাটা কলেজের গ্রন্থাগারিক অজয় কুমার দাস। অজয়বাবুর বাড়ি ফালাকাটার পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ এজন্য প্রথমে তিনি নিজের এলাকায় সচেতনতার বার্তা প্রচার করার উদ্যোগ নেন। পারঙ্গেরপারের এমএ কলোনি এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার সহ বেশ কিছু বাড়ির দেওয়ালে করোনা নিয়ে সচেতনতা মূলক বার্তা লিখে দেন তিনি।

wall writing | newsfront.co
নিজস্ব চিত্র

করোনাকে প্রতিহত করতে বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরা,সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখা, হাতে গ্লাভস ব্যবহার করা, সরকারি নির্দেশ মেনে চলা সহ বিভিন্ন বিষয় ওই দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে। এদিন অজয়বাবু বলেন, ‘প্রশাসনের অনুমতি নিয়ে নিজের উদ্যোগে এটা করেছি। কারণ, এত কিছুর পরও অধিকাংশ মানুষের হেলদোল নেই। এই দেওয়াল লিখন দেখে কেউ সচেতন হলেই আমার উদ্যোগ সফল হবে।’

আরও পড়ুনঃ করোনা রোধে এবার মেশিনই ভরসা পুলিশের

জানা গেছে, অজয়বাবু পেশাদার অঙ্কন শিল্পী রফিকুল ইসলামকে দিয়ে দেওয়ালে এইসব বার্তা লিখিয়েছেন। এজন্য ওই শিল্পীকে তিনি পারিশ্রমিকও দিয়েছেন। করোনা নিয়ে ফালাকাটায় এটাই প্রথম দেওয়াল লিখন৷ এরফলে ফালাকাটার বিভিন্ন মহল অজয় বাবুর প্রশংসা করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here