প্রার্থী ঘোষণার আগেই খড়্গপুরে শুরু শাসক দলের দেওয়াল লিখন, বিতর্ক

0
202

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

wall writing | newsfront.co
দেওয়ালে লেখা অঘোষিত প্রার্থীর নাম। নিজস্ব চিত্র

২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই শাসক দলের নেতা তথা বিধায়কের নামে দেওয়াল লিখন শুরু হল পশ্চিম মেদিনীপুরে! যা নিয়ে শাসক-বিরোধী তরজা শুরু হয়ে গেল মেদিনীপুর জেলা জুড়ে। প্রসঙ্গত খড়্গপুর গ্রামীণ বিধানসভা এলাকাতে প্রার্থী হিসেবে পুনরায় ওই এলাকার তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার’কে ধরে নিয়ে তাঁর নামে দেওয়াল লিখন হল! যদিও শাসকদলের নেতাদের বক্তব্য, এটা বিরোধীদের চক্রান্ত। বিতর্ক তৈরি করতেই এই কাজ করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধীরা। বিরোধীরা জানান তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা।

pradip sarkar | newsfront.co
প্রদীপ সরকার। নিজস্ব চিত্র

সোমবার রাতের অন্ধকারে কেউ বা কারা খড়্গপুর গ্রামীণের বর্তমান বিধায়ক ও মেদিনীপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকারের নামে দেওয়াল লিখন করে দেয়, ওই বিধানসভা এলাকাতেই। এ নিয়ে জেলা তৃণমূল নেতারা জানান, কেউ বা কারা অতি উৎসাহিত হয়ে এই ধরণের কাজ করেছে কিনা খোঁজ নেওয়া হবে। তবে, তাঁদের দলের কেউ এই ধরণের কাজ করবে বলে মনে হয়না, কারণ স্বয়ং দলনেত্রী যতক্ষণ না প্রার্থী তালিকা ঘোষণা করছেন।

kalyani ghosh | newsfront.co
কল্যাণী ঘোষ, তৃণমূলের ওয়ার্ড কো-অর্ডিনেটর। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জট খুলতে চলেছে সংযুক্ত মোর্চার

এই সব কাজ বিরোধী দল করিয়ে থাকতে পারে বলে তাদের অভিযোগ। স্বয়ং প্রদীপ সরকার ক্ষুব্ধ হয়ে জানিয়েছেন, “এসব কাজ আমাদের কর্মীরা কেউ করেনি! বিরোধীরা বিতর্ক তৈরি করতেই এসব কাজ করছে। আর মিডিয়াকে দিয়ে প্রচার করাচ্ছে।” এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি’র জেলা সহ সভাপতি গৌতম ভট্টাচার্য। তিনি বলেন, “তৃণমূল হারের ভয়ে এবং গোষ্ঠী কোন্দলের জেরে আক্রান্ত! তাই, সব কিছুতেই বিরোধী ভুত দেখতে পাচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here