পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের মুর্শিদাবাদ কমিটির উদ্যোগে ‘ওয়াকফ সচেতনতা ও সংবর্ধনা সভা’ বহরমপুরে

0
217

শরীয়তুল্লাহ সোহন, মুর্শিদাবাদঃ

পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের মুর্শিদাবাদ জেলা কমিটির মনোনীত জেলা ইমাম নিজামউদ্দিন বিশ্বাসের আহ্ববানে এবং জেলার অন্যান্য ইমাম-মোয়াজ্জিনদের সহযোগিতায় “ওয়াকফ সচেতনতা ও সংবর্ধনা সভার” আয়োজন করা হয়। আজ অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুরে রবীন্দ্র সদনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

Lalgola MLA
বক্তব্য রাখছেন লালগোলার বিধায়ক

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গনী সাহেব। যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। উপস্থিত ছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়কগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রায় হাজার খানেক ইমাম ও মোয়াজ্জেন।

Meeting
উপস্থিত সমস্ত বিধায়ক এবং প্রধান অতিথি

আজকের এই সভায় ইমাম ও মোয়াজ্জেনরা তাদের মাসিক ভাতা বৃদ্ধির দাবি নিয়ে গণী সাহেবের হাতে স্মারক লিপি তুলে দেন। দীর্ঘ নয় বছর আগে ইমামদের মাসিক ভাতা ২৫০০ টাকা এবং মোয়াজ্জেনদের ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতদিন যাবৎ সেটাই রয়ে গেছে কোনরূপ বৃদ্ধি হয়নি বলে অনেক ইমাম ও মোয়াজ্জেন ক্ষোভ উগরে দেন। গণী সাহেব শীঘ্রই আলোচনার মাধ্যমে ব্যাপারটি নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। এছাড়াও বেদখল ওয়াকফ সম্পত্তি পুনরূদ্ধার এবং ওয়াকফ সম্পত্তি ঠিকঠাকভাবে দেখভাল করার কথা তুলে ধরেন তিনি। শেষে সংবর্ধনা সভায় উপস্থিত বিধায়কদের সংবর্ধনা দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here