কলকাতার আকাশে যুদ্ধ বিমান মহড়া, কিসের ইঙ্গিত উঠছে প্রশ্ন

0
92

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কলকাতার আকাশে যুদ্ধের মহড়া বায়ুসেনার, একি তবে যুদ্ধেরই বার্তা! বৃহস্পতিবার কলকাতার আকাশে একাধিক বিমান উড়িয়ে যুদ্ধের মহড়া করতে দেখা গেল ভারতীয় বায়ু সেনাদের।

War aircraft | newsfront.co
উড়ছে যুদ্ধবিমান।

সরকারি সেনা সূত্রে জানা গেছে চীনের সেনাদের সাথে পাল্লা দিতেই এই কান্ড, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের ছয়টি বিমান বন্দর থেকে যুদ্ধ বিমান উড়িয়ে যুদ্ধের মহড়া বায়ু সেনার।

এছাড়া বায়ু সেনা সূত্রে জানা গিয়েছে আপদকালীন পরিস্থিতিতে অসামরিক বিমানবন্দর গুলিকে সামরিক ভাবে ব্যাবহার করতে প্রস্তুতি বায়ুসেনার। এ রাজ্যে দুটি বিমানবন্দর যেমন কলকাতা এবং অন্ডালকে সামরিক বিমানবন্দর হিসেবে চিহ্নিত করার কাজ বায়ুসেনার সেরে ফেলেছে এছাড়া জানা গেছে এই দুটি ছাড়াও ইমফল, ডিমাপুর, গুয়াহাটি ও পাশিঘাট বিমান বন্দরে একই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন উন্নত মানের বিমান যেমন সুখোই-৩০ ইত্যাদি বিমানগুলিকে নিয়ে মহড়া চলল দিনভর। কলকাতা সহ কলকাতা লাগোয়া অঞ্চল গুলিতে উড়ে সেনা পরিভাষায় ডগ ফাইট চালায় সেনা কতৃপক্ষ,অর্থাৎ একটি বিমান অন্যটিকে তাড়া করে।

War aircraft | newsfront.co
কলকাতা বিমানবন্দরে।

বায়ুসেনা সূত্রে জানা যায়, ব্যস্ত সময় গুলিতেই বিমান উড়িয়ে এটিসির সাথে সংযোগ যাপন করে বায়ুসেনার পাইলটরা বিমান গুলির সমস্ত যাবতীয় উড়ান প্রক্রিয়া ঝালাই করে নেন, যদি কখনো যুদ্ধ কালীন পরিস্থিতি হয় তবে কলকাতা বিমান বন্দরকে সামরিক বিমান বন্দর হিসেবে ব্যবহার করার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এ মহড়া সেটা তারা পরিষ্কার জানিয়ে দেয়।

আরও পড়ুনঃ আটক মৎস্যজীবীকে উদ্ধার করতে গিয়েই বিএসএফ-বিজিবি গুলি বিনিময়

এছাড়া এক উচ্চপদস্থ অধিকারিক জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুতি এবং মনোবল বাড়িয়ে রাখল বায়ুসেনা। পরবর্তীতে যুদ্ধ বাঁধলে শত্রুপক্ষকে সহজে পরাস্ত্র করতে পারবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here