থ্রিলারের মোড়কে মা ছেলের বন্ডিং এর কথা বলবে ‘ওয়ার দ্য জার্নি টু উইন’

0
203

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এক মা ও ছেলের গল্প বলতে আসছে ‘ওয়ার দ্য জার্নি টু উইন’। তাদের জীবনের চড়াই উতরাই, মায়ের নিখোঁজ হয়ে যাওয়া এবং মাকে খুঁজে পাওয়ার কাহিনি নিয়ে তরুণ পরিচালক শ্রীজিৎ এর ছবি ‘ওয়ার দ্য জার্নি টু উইন’।
একজন জেলাশাসক কিডন্যাপ হওয়া এবং জেলাশাসক মাকে উদ্ধার করতে গিয়ে ছেলে যে নানা রকম সত্যের সন্মুখীন হয়, সেটাই তুলে ধরতে চেয়েছেন পরিচালক।

WAR the journey to win | newsfront.co

পরিচালক শ্রীজিৎ তাঁর প্রথম ছবি ‘বঙ্গ রহস্য’ র মতো এই ছবিটিও থ্রিলারের মোড়কেই রেখেছেন। তবে এই ছবি থ্রিলার ধর্মের হলেও কোথায় যেন মা-ছেলের বন্ডিং-এর কথা বলবে। ছবির বিষয় ভাবনা, গল্প, চিত্রনাট্যও পরিচালকেরই।

WAR the journey to win | newsfront.co

ছবির স্টার কাস্টও একটু অন্য রকম। ছবিতে মুখ্য অর্জুনের চরিত্রে অভিনয় করছেন প্রতীক। নায়িকা মায়ার চরিত্রে তিথি। অন্য মুখ্য চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, মৌসুমী সাহা এবং সুদীপ মুখোপাধ্যায়, রূপম দে’কে। আর জে ফিল্ম আ্যন্ড ওয়ার্কশপ প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মাণের দায়িত্বে আছেন রঞ্জিত দাস এবং শ্রীজিৎ।

WAR the journey to win | newsfront.co

ছবির কাহিনি আবর্তিত হয়েছে হাওড়ার জেলাশাসক সৎ সরকারি অফিসার মানসী চ্যাটার্জি এবং তাঁর একমাত্র ছেলে অর্জুন ও তাঁর বান্ধবী মায়াকে কেন্দ্র করে। মানসী দেবীর সুখের সংসারে হঠাৎ একদিন অন্ধকার নেমে আসে।

আরও পড়ুনঃ ভানু একাই ১০০, নিবেদনে সুচন্দ্রা ভানিয়া

এক বিকেলে অফিস থেকে ফেরার পথে জেলাশাসক কিডন্যাপ হয়ে যান। মায়ের খোঁজে ছেলে অর্জুন কী করবে ভেবে পায় না। সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। সম্ভাব্য জায়গাগুলি খুঁজে খুঁজে যখন অর্জুনের প্রায় হাল ছেড়ে দেওয়ার অবস্থা, তখন এক অজানা নম্বর থেকে ফোন আসে তার কাছে। এই ফোন কল কি পারবে অর্জুনকে তার মা কে ফিরিয়ে আনতে? মায়ের উদ্ধারে অর্জুনকে কতটা সাহায্য করবে মায়া? এই সব প্রশ্নের উত্তর মিলবে ছবির পর্দায়।

ছবিটিতে যৌথভাবে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন দীপ ও লয়। আগামী নভেম্বরে যুদ্ধ নয় শান্তির বার্তা দিতে আসছে, ‘ওয়ার দ্য জার্নি টু উইন’। এই করোনা যুদ্ধকালেও এই ছবি মনের জোর আর জয়লাভের জেদ বাড়াবে বলে আশা করা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here