নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
বন্দিকে মাদক দ্রব্য সরবরাহের অভিযোগে গ্রেফতার হলেন সংশোধনাগারের ওয়ার্ডেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা সংশোধনাগারে।
খড়গপুরের শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে অভিযুক্ত ও বাঁকুড়া জেলা সংশোধনাগারের তিন নম্বর সেলের বন্দি সুমন সিং ওরফে মোটা রাজা গত শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে সুমন সিংকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনার তদন্তে নেমে সংশোধনাগার কর্তৃপক্ষ জানতে পারেন, জেলের মধ্যে ঐ বন্দিকে মাদক দ্রব্য সরবরাহ করা হত। আর এই ঘটনায় যুক্ত খোদ ওয়ার্ডেন দেবব্রত ভৌমিক।
আরও পড়ুনঃ এবার ভাগাড় স্থানান্তরের দাবিতে বিক্ষোভে বিজেপি
দেবব্রত ভৌমিকের সরবরাহ করা মাদক সেবন করেই ঐ বন্দি অসুস্থ হয়ে পড়েন। এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষ ওয়ার্ডেন দেবব্রত ভৌমিকের নামে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ওয়ার্ডেনকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584