প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষ বা কর্তব্যরত পুলিশ অফিসার, যেই হোক। থানায় প্রবেশ করার আগে তাদেরকে লিকুইড সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ঢুকতে হচ্ছে।
এমনই দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ থানায়।প্রতি ১ ঘন্টা পর পর কর্তব্যরত পুলিশ অফিসাররা থানার গেটের সামনে রাখা জলের ট্যাংক। সেই ট্যাংকের সামনে রাখা লিকুইড সাবানে হাত ধুতে হচ্ছে সবাইকে।
আরও পড়ুনঃ কালোবাজারি রুখতে এবার ন্যায্য মূল্যে আলু বিক্রি করলো বিজেপি
এ বিষয়ে থানার আইসি সুরজ থাপার বলেন, “শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেই করোনা ভাইরাস থেকে দূরে সরে থাকা যাবে। এমনটাই জানিয়েছে বিশেষজ্ঞরা। তাই থানার কাজের প্রয়োজনে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে কর্তব্যরত কর্মীরা, যাতে কোনভাবেই এই ভাইরাস ছোবল দিতে না পারে সে কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে”।
সুরক্ষিত রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও যতটা পারা যায় ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তাঁরা। তবে গুরুত্বপূর্ণ এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে এই ধরনের কোন ব্যবস্থা থাকছে না। তাদের নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই সমস্যা থেকে যাচ্ছে। পুলিশের চাকরিও জরুরি ভিত্তিতে করতে হয়। তাই ছুটির কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে স্কুলে প্রবেশ শিক্ষক ও পরীক্ষার্থীদের
তবে করোনা ভাইরাসের আতংক থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে আপাতত বিশেষজ্ঞদের দাওয়াই অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মূল লক্ষ্য রয়েছে রায়গঞ্জ থানার পুলিশের। সে কারণেই থানার মাঝেই নিজেদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেছে পুলিশ।
পুরসভার একটি জলের ট্যাংক নিয়ে এসেছেন তাঁরা। নিজেদের পকেটের টাকা খরচ করে লিকুইড সাবানও কেনা হয়েছে। সেই সাবান দিয়েই আপাতত থানায় আসা প্রত্যেকটি মানুষকে নিজেদের হাত ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সেখানে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা।
এ বিষয়ে রায়গঞ্জ থানার এক অফিসার বলেন,” করোনা ভাইরাসের মোকাবিলা করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অত্যন্ত প্রয়োজন সেই কারণেই আমরা জল এবং সাবানের ব্যবস্থা করেছি। করোনা ভাইরাস একটি জিনিস আমাদের শিখিয়েছে, যে সব বদভ্যাস, মানুষের রয়েছে তা যেন না করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584