শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
কোয়ারেন্টাইনের দূষিত পদার্থ, সেন্টার সংলগ্ন পাড়ার উপর ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বড় রঘুনাথপুর এলাকার নাট্য উকর্ষ্য কেন্দ্রের পাড়ায়। জানা যায়, করোনার জন্য বালুরঘাট শহরের বড় রঘুনাথপুর এলাকায়, নব নির্মিত নাট্য উকর্ষ্য কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সেন্টার গড়া হয়।
সেখানে রোগীদের ব্যবহৃত দস্তানা সহ নানান দূষিত পদার্থর আবর্জনা বের করে এনে, নাট্য উকর্ষ্য কেন্দ্র লাগোয়া একটি বসতির বাইরে নিয়ে এসে ফেলা হচ্ছে। যা কখনই উচিত কাজ নয় বলে অভিযোগ স্থানীয়দের।
আরও পড়ুনঃ লকডাউনের স্তব্ধতাকে কেন্দ্র করেই পাল্লা দিয়ে বাড়ছে চোরা কারবারি
শুধু তাই নয় তাদের অভিযোগ, এমনিতেই করোনা ছোঁয়াচে রোগ। তার উপর যদি এই ভাবে সেই রোগের দূষিত জিনিশ জনবসতির মধ্যে এনে ফেলা হয়। তাতে এই রোগ এলাকায় ছড়িয়ে পড়বার ভয় রয়েছে। তাই এ বিষয়ে অভিযোগ নিয়ে প্রতিবেশীরা জেলা শাসক ও স্বাস্থ্য আধিকারিকের নিকট দ্বারস্থ হয়ে প্রতিবাদ জানান।
এর পাশাপাশি জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক এদিন এলাকা পরিদর্শনে যাওয়ার পরেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি দূষিত আবর্জনা না ফেলার জন্য দাবিও জানান বাসিন্দারা।যদিও তাঁদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি অন্যত্র নোংরা ফেলার ব্যবস্থা করবেন বলেও জানান জেলা শাসক।
কিন্তু অপরদিকে জেলা শাসক ও স্বাস্থ্য আধিকারিক এলাকা ছাড়ার কিছুক্ষন পরেই, পুলিশ এসে বাসিন্দাদের দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ স্থানীয়দের। তাই এ নিয়েও এদিন পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। যদিও জেলা পুলিশের ডিএস পি ধীমান মিত্র সেই অভিযোগ অস্বিকার করে জানিয়েছেন, তাদের কাছে এমন কোন খবর নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584