নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর মানুষের কাছে কতটা পরিচিত, কতটা আপন সেটা গোটা ইন্টারনেট জোড়া রবীন্দ্রচর্চা দেখলে অনুধাবন করা যায়। সেরকমই একগুচ্ছ সম্পূর্ণ ভিন্নধারার শিল্পী নিজের নিজের জায়গায় বসে একসঙ্গে একদম অন্য স্বাদের রবীন্দ্রচর্চা নিয়ে আসছেন তাঁদের “আমাদের রবীন্দ্রনাথ – ওয়াচ সিরিজ” উপস্থাপনায়।
অনুষ্ঠানটির নির্মাণে আর্টবিট। নিবেদনে আর্ট ফেরিওয়ালা। এই উপস্থাপনায রবীন্দ্রনাথ একজন মানুষ়, কবি এবং সর্বোপরি একজন প্রেমিক। রক্তমাংসের রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গিয়ে তাঁদের রবীন্দ্রনাথ এখানে একটি ‘কনসেপ্ট’। সেই কবি-জীবনের প্রেম কী ভাবে আমাদের দৈনন্দিনজীবনে সঞ্চারিত হয়, কী ভাবে সেই প্রেমিক আমাদের নিত্য যাপনের মধ্যে জড়িয়ে থাকে সেটাই এই উপস্থাপনার প্রধান উপজীব্য।
বাঙালি মননে রবীন্দ্রনাথের উপস্থিতি কোনও নতুন কথা নয়। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে আজকের জীবনযাত্রার সংযুক্তি, প্রেমিক রবীন্দ্রনাথের প্রভাব – এইরকম একটি বিষয় নিয়ে কাজ এই প্রথম, এহেন ভাবনা তাই নিঃসন্দেহে মৌলিকতার দাবি রাখে।
অনুষ্ঠানটির অংশগ্রহণে প্রখ্যাত সংগীতশিল্পী তথা ঠুমরী গায়িকা শ্রীমতি মিতালী সেনগুপ্ত ও অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের উপস্থিতির পাশাপাশি আছেন প্রখ্যাত নাট্যকার শ্রী সুরজিৎ ঘোষ, নাট্যকার ঋক অমৃত। এছাড়া থাকছেন সংগীতশিল্পী জয়দীপ সিনহা, সংগীত শিল্পী মধুপর্ণা গাঙ্গুলি, সৌভিক সোম, কোয়েলী সেনগুপ্ত। তা ছাড়াও থাকছেন রম্যানী রায়, অঙ্কিতা দত্তগুপ্ত, হৃদয় পাল, বিশ্বপ্রতিম বসুর মতো নৃত্যশিল্পীরা। থাকছেন দীপঙ্কর চন্দ, শুভঙ্কর দেব, মণি- র মতো শিল্পীরা।
আরও পড়ুনঃ শুটিং শুরু হলেও ছুটি বহাল ফিরকি-বুকানদের, মুচলেকা দিয়ে কাজে বর্ষীয়ানেরা
এ ছাড়াও ভিন্ন ভূমিকায় থাকছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মতো লেখিকা ও জনসংযোগ আধিকারিক। থাকছেন সেতার বাদক রাকেশ চৌধুরী ও হারমনিকায় গৌরব দাস। এ ছাড়া অঙ্কন ও গ্রাফিক্সে থাকছেন প্রখ্যাত চিত্রকর রুদ্র কিশোর মণ্ডল। সমস্ত অনুষ্ঠানটির রচনা, গ্রন্থনা ও সৃজনে সায়ন ঘটক মুখোপাধ্যায়। এখানে এহেন সম্পূর্ণ ভিন্নধর্মী শিল্পীদের একত্রিত হয়ে পারফর্ম করা এখনকার সময়েও রীতিমতো বিরল। তার ওপর এখানে সাবেকি রবীন্দ্রনাথের চিরাচরিত ধারণার গন্ডির সীমা অতিক্রম করে বিশ্বকবিকে এক অন্যরূপে উপস্থাপন করা হবে।
আরও পড়ুনঃ প্রিয়মের গলায় ছুড়ি ধরল শুভজিত!
সেই দিক থেকে এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমী প্রয়াস তাতে সন্দেহ নেই। করোনার অতিমারির মধ্যে দাঁড়িয়ে, বিধ্বংসী ‘আমফান’ পেরিয়ে এই ধরনের অনুষ্ঠান দর্শকে অশান্ত মনে নিঃসন্দেহে এক নতুন ধরনের বিশ্রামের আস্বাদন করাবে।
আর্টবিটের ফেসবুক পেজ ও তাদের নতুন ইউটিউব চ্যানেল আর্টফেরিওয়ালা- তে আসতে চলেছে এই বিশেষ অনুষ্ঠানটি, আজ অর্থাৎ ৫ই জুন থেকে। অনুষ্ঠানটি ‘ওয়াচ সিরিজ’, তাই বেশ কয়েকটি পর্বে ভাগ হয়ে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে, যেখানে ডিজিটাল মিডিয়ামে সারা বিশ্বে রবীন্দ্রচর্চা, সেখানে নতুন ধরনের অভিনব এই প্রয়াস দর্শক-শ্রোতাদের মনে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584