প্রকৃতি কৃপণ,সরকার উদাসীন,জলের অভাবে মাথায় হাত চাষীদের

0
142

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হবার ফলে আমন ধানের খেত জলের অভাবের সাথে কাঠফাটা রৌদ্রের কারনে সদ্য লাগানো আমন ধানের গাছগুলি মরে যাবার পথে।আমন ধানের খেত প্রখর রৌদ্রের তাপে ফেটে যেতে শুরু করেছে।অন্যদিকে জলের অভাবে পাট চাষীরা মাঠ থেকে পাট কেটে এনেও পাট জাগ দিতে পারছেনা।বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের বালাস গ্রামে গিয়ে দেখা যায় বালাস গ্রামের ধান ক্ষেতের অবস্থা ভয়াবহ।বালাস গ্রামের চাষী সুভাষ বর্মন বলেন সরকার থেকে বলা হয় চাষীদের চাষাবাদের জন্য জলসেচের ব্যবস্থা সরকার জরে দেবে।

নিজস্ব চিত্র

আকাশের বৃষ্টির ভরসায় চাষীদের থাকতে হবেনা।অথচ সে সব শুধুই ভোটসর্বস্ব।রাজ্য সরকারের সেচ দফতর এ ব্যাপারে কোন রকম ভূমিকা নেই।সদ্য জয়ী হওয়া বালাস গ্রামের বিজেপির জেলা পরিষদ সদস্য কানাই কবিরাজ বলেন এই এলাকার সব গ্রামবাসীদের প্রধান জীবিকা কৃষি কাজ।অথচ কৃষি কাজের জন্য জলের কোন ব্যবস্থা সরকার থেকে স্বাধীনতার এত বছর পরেও কোন দৃষ্টি দেওয়া হয়নি।তাদের চাষ আবাদ করার জন্য আকাশের জলের উপর নির্ভর করা ছাড়া কোন উপায় নেই।আমাদের বিজেপি দল এবার,গ্রাম পঞ্চায়েত গুলি দখল করতে সক্ষম হয়েছি।আমরা চেষ্টা করবো চাষের জমিতে যেন জল সেচের ব্যবস্থা করা যায়।কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

আরো পড়ুনঃ নাট বল্টু থেকে কুলের বীজ অস্ত্রোপচারে বেরিয়ে এলো

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here