সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
পানীয় জলের সংকটে ভুগছে গ্রামের মানুষ। গ্রামে একটা জলের কল থাকলেও অকেজো হয়ে পড়ে রয়েছে। অগত্যা জল আনতে পাশের গ্রামে যেতে হয় গ্রামবাসীদের। তাদের অপরাধ, তারা নাকি বিজেপি করেন। দীর্ঘদিন ধরে পানীয় জল না আসায় ক্ষোভে ফুঁসছে দক্ষিণ সুন্দরবনের নইয়া পাড়ার বাসিন্দারা।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে স্কুলছাত্রীর বিয়ে আটকালো প্রশাসন
বিগত কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন দক্ষিণ সুন্দরবনের বাসিন্দারা। জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে মথুরাপুর একনম্বর ব্লকের লক্ষ্মীনারায়নপুর দক্ষিন গ্রামপঞ্চায়েতের নাইয়া পাড়ার সাধার মানুষ। ২৫৩ নং বুথে প্রায় ৩০০ মানুষের বাস। খেটে খাওয়া মানুষদের নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা।
গ্রামে যে ডিপ টিউকল ছিল সেটি বর্তমানে অকেজ হয়ে পড়ে আছে। জল আনতে ছুটতে হয় পাশের গ্রামে। শুধু পানীয় জলের সমস্যাই নয়, রাস্তাঘাটের অবস্থাও বেহাল। প্যাচপ্যাচে কাদা মারিয়ে জল আনতে হয় গ্রামবাসীদের।২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে কল বসাবে বলে সরঞ্জাম কিনে দেয় তৃণমূল।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে হলুদ সংকেত জারি প্রশাসনের
কিণ্তু তৃণমূল পঞ্চায়েতে হেরে যাওয়ার পরই আর কাজ এগোয়নি।ফলে সমস্যা যে তিমিরে ছিল সেখানেই রয়ে যায়। জল আনতে পারি দিতে হয় এক অথবা দু’কিলোমিটার দুরে পাশের গ্রামে। ফলে জল সংকটে ভুগতে হচ্ছে নাইয়া পাড়ার মানুষজন।
বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ না খুললেও ফের কাজ শুরু করার আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েত সদস্য অনিরুদ্র হালদার।বিজেপির দাবি, রঙ দেখে বিচার করে গ্রামে পরিসেবা দিচ্ছে তৃণমূল। এর প্রতিবাদে পথে নামবেন তারা । যদিও বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন যুব তৃণমূল কংগ্রেসের মথুরাপুর এক নম্বর ব্লকের সভাপতি বাপী হালদার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584